তাওয়া পমফ্রেট(Tawa pomfret recipe in Bengali)

Anushree Das Biswas
Anushree Das Biswas @cook_0107

#ebook2 নববর্ষে সাইড ডিসে একটু পমফ্রেট হলে কেমন হয়?চল বন্ধুরা দেখেনি এই সুস্বাদু রেসিপি টি রান্না করতে কি,কি লাগছে।

তাওয়া পমফ্রেট(Tawa pomfret recipe in Bengali)

#ebook2 নববর্ষে সাইড ডিসে একটু পমফ্রেট হলে কেমন হয়?চল বন্ধুরা দেখেনি এই সুস্বাদু রেসিপি টি রান্না করতে কি,কি লাগছে।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
শেয়ার

উপকরণ

২৪মিনিট
  1. ৪ টিমাঝারি সাইজের পমফ্রেট
  2. ১১/২টেবিল চামচ রসুন বাটা
  3. ১চা চামচ আদা বাটা
  4. ১পাতি লেবু
  5. স্বাদ অনুযায়ীনুন
  6. ১চা চামচ হলুদ
  7. ১চা চামচ ধনে গুঁড়ো
  8. ২চা চামচ কাশ্মীরি লঙ্কা গুঁড়ো
  9. ১চা চামচ গরম মশলা গুঁড়ো
  10. ৩টেবিল চামচ জল ঝড়ানো টক দই
  11. ১চা চামচ বেসন
  12. ২চা চামচ সর্ষের তেল
  13. ১চা চামচ সাদা তেল ব্রাস করার জন্য
  14. ১/২চা চামচ জোয়ান

রান্নার নির্দেশ সমূহ

২৪মিনিট
  1. 1

    মাছ গুলোর গায়ে চিরে নিয়ে ভাল করে ধুয়ে নিতে হবে।

  2. 2

    এবার নুন,লেবুর রস ও আদা রসুন পেস্ট মাখিয়ে ২০মিনিট রেখে দিতে হবে।

  3. 3

    এবার একটি পাত্রে দই,দু রকম লঙ্কা গুঁড়ো,ধনে গুঁড়ো,গরম মশলা গুঁড়ো,হলুদ,নুন,ব্যসন,ব্যসন জোয়ান ও ১চা চামচ সর্ষের তেল ভাল করে মিশিয়ে নিতে হবে।এবার ওই মিশ্রণ মাছে ভাল করে লাগিয়ে ১ঘন্ট রেখে দিতে হবে।

  4. 4

    অভেন ১৮০৹ প্রিহিট করার সময় মাছ গুলো দিয়ে দিতে হবে।৫মিনিট পর উল্টে দিতে হবে।অপর পিঠ ও ৫মিনিট বেক করতে হবে।

  5. 5

    এবার প্যন বের করে মাছের গায়ে তেল ব্রাস করে ৫মিনিট বেক করতে হবে।

  6. 6

    আবার উল্টে অপর পিঠে তেল ব্রাস করে আরো ৫মিনিট রাখতে হবে।

  7. 7

    এবার একটা তাওয়া গরম করে ১চা চামচ সর্ষের তেল দিতে হবে।তেল গরম হলে মাছ টা হাই ফ্লেমে এপিঠ ওপিঠ করে ভাজতে হবে।একেক পিঠ ২ মিনিট করে ভাজলেই হবে

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
Cook Today
Anushree Das Biswas

Similar Recipes