বাসন্তী পোলাও (basonti polau recipe in Bengali)

Sushmita Chakraborty
Sushmita Chakraborty @cook_9264109
Kolkata West Bengal

#ebook2
বাঙালির নববর্ষ মানে নানা আহারের সমাহার ,তার মধ্যে একটা গুরুত্বপূর্ণ অংশ হলো পোলাও। আমি আজকে বাসন্তী পোলাও রেসিপি শেয়ার করলাম যদিও এটা খুবই পরিচিত এবং তোমরা সবাই করো ,দেখো আমার রেসিপিটা হয়তো তোমাদের ভালো লাগতে পারে।

বাসন্তী পোলাও (basonti polau recipe in Bengali)

#ebook2
বাঙালির নববর্ষ মানে নানা আহারের সমাহার ,তার মধ্যে একটা গুরুত্বপূর্ণ অংশ হলো পোলাও। আমি আজকে বাসন্তী পোলাও রেসিপি শেয়ার করলাম যদিও এটা খুবই পরিচিত এবং তোমরা সবাই করো ,দেখো আমার রেসিপিটা হয়তো তোমাদের ভালো লাগতে পারে।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
শেয়ার

উপকরণ

  1. 250 গ্রামদেরাদুন বাসমতী চাল
  2. 1/2 কাপকাজু কিসমিস
  3. 1 চিমটিহলুদ রং (খাবারের)
  4. 2টো ছোট এলাচ
  5. 2টো লবঙ্গ
  6. 1"টুকরো দারুচিনি
  7. 1/4 চা চামচশাহী জিরা
  8. স্বাদ মতনুন ও চিনি
  9. প্রয়োজন অনুযায়ীঘি ও জল

রান্নার নির্দেশ সমূহ

  1. 1

    প্রথমে চালটা ভালো করে ধুয়ে জলটা ঝরিয়ে নিতে হবে

  2. 2

    এবার চালটা একটা পাত্রের ছড়িয়ে তারমধ্যে নুন, চিনি, ঘি, হলুদ রং ও কাজু কিসমিস দিয়ে ভালো করে মিশিয়ে নিতে হবে

  3. 3

    এবার একটি গভীর পাত্র নিয়ে গ্যাসে বসিয়ে তাতে ঘি দিতে হবে এবং গরম হলে গোটা গরম মসলা দিয়ে দিতে হবে

  4. 4

    এবার মাখিয়ে রাখা চাল দিয়ে ভেজে নিতে হবে এবং চালের দ্বিগুণ মাপের থেকে একটু কম জল উষ্ণ করে নিতে হবে

  5. 5

    ভাজা হয়ে গেলে উষ্ণ জল দিয়ে দিতে হবে এবং দেখে নিয়ে প্রয়োজন হলে আবারও একটু নুন মিষ্টি দিতে হবে

  6. 6

    ভালো করে ফুটে উঠলে আঁচ টা একটু কমিয়ে দিতে হবে

  7. 7

    পাঁচ দশ মিনিট পর গ্যাস অফ করে ঢাকা দিয়ে রাখতে হবে

  8. 8

    উপর থেকে ঘি ছড়িয়ে যে কোনো পছন্দের রান্নার সঙ্গে যেমন আলুর দম,কষা মাংস,কোফতা, এজাতীয় পদের সঙ্গে পরিবেশন করা যেতে পারে

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
Cook Today
Sushmita Chakraborty
Sushmita Chakraborty @cook_9264109
Kolkata West Bengal
https://www.facebook.com/Susmitas-kichen-833153793500528/my fb page
আরও পড়ুন

Similar Recipes