মটন নল্লী নিহারী (mutton nalli nihari recipe in Bengali)

Prasadi Debnath
Prasadi Debnath @cook_16030395
Murarai, Birbhum

#ebook2
#জামাই ষষ্ঠী
এটা ভীষণ হেল্দি একটা রেসিপি ।

মটন নল্লী নিহারী (mutton nalli nihari recipe in Bengali)

#ebook2
#জামাই ষষ্ঠী
এটা ভীষণ হেল্দি একটা রেসিপি ।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
শেয়ার

উপকরণ

  1. 4 টেমটন পায়া
  2. 2 টোপেঁয়াজ কুচি
  3. 1 টেবিল চামচআদা কুচি করা
  4. 1টেবিল চামচরসুন কুচি
  5. 1/2 চা চামচজিরে গুঁড়ো
  6. 1/2 চা চামচধনেগুঁড়ো
  7. 1/2 চা চামচলঙ্কা গুঁড়ো
  8. 1/2 চা চামচহলুদ গুঁড়ো
  9. স্বাদমতো লবণ
  10. 1 টেবিল চামচরিফাইন তেল
  11. প্রয়োজন অনুযায়ীগোটা গরম মশলা (2টো ছোট এলাচ,এক টুকরো দারুচিনি,4টে লবঙ্গ 1টা তেজপাতা,8টা গোলমরিচ ।

রান্নার নির্দেশ সমূহ

  1. 1

    প্রথম এ পরিস্কার করে ছোট ছোট টুকরো করা পায়া কিনে এনেছি ।এনে বাড়িতে ওটার গায়ে ময়দা মাখিয়ে কিছু ক্ষন রেখে তার পরে হালকা গরম জল দিয়ে ধুয়ে নিতে হবে ।

  2. 2

    গ্যাস এ কড়াই বসিয়ে তার মধ্যে তেল দিয়ে গরম হলে ওর মধ্যে গোটা গরম মশলা ফোরণ দিতে হবে ।ফোরন হয়ে গেলে ওর মধ্যে পেঁয়াজ কুচি দিয়ে একটু ভেজে নিতে হবে ।

  3. 3

    পেঁয়াজ ভাজা হয়ে গেলে ওর মধ্যে গ্রেড করা আদা ও রসুন গুলো দিয়ে দিতে হবে ।

  4. 4

    একটু নেরে চেরে নিয়ে ওর মধ্যে জিরে গুঁড়ো,লঙ্কা গুঁড়ো,হলুদ গুঁড়ো ও ধনেগুঁড়ো দিয়ে দিতে হবে ।

  5. 5

    দিয়ে মশলা ভালো করে কষে নিতে হবে।তার পর ওর মধ্যে পায়া গুলো দিয়ে দিতে হবে ।আর 3-4টে চেরা কাঁচা লঙ্কা দিতে হবে দিয়ে আবারও একটু কষিয়ে নিতে হবে ।

  6. 6

    কষানো হয়ে গেলে প্রেসার কুকার এর মধ্যে দিয়ে 3 কাপ জল দিতে হবে। আমি কফি মগের দুই মগ জল দিয়েছি।

  7. 7

    তার পর গ্যাসের ফ্লেম লো করে 10-12টা সিটি দিয়েছি ।

  8. 8

    ব্যাস রেডি গরম গরম মাটন নল্লী নিহারী।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
Cook Today
Prasadi Debnath
Prasadi Debnath @cook_16030395
Murarai, Birbhum

Similar Recipes