মুসুর ডাল ভর্তা (Masoor Dal Bharta recipe in Bengali)

Luna Bose
Luna Bose @khanawithluna

#দৈনন্দিন রেসিপি

মায়ের কাছে শেখা এই রেসিপিটি আমাদের খুব প্রিয়। মশলা ছাড়া এই ডাল বানানো যেমন সহজ, সাদা ভাতের সাথে খেতেও তেমন সুস্বাদু।

মুসুর ডাল ভর্তা (Masoor Dal Bharta recipe in Bengali)

#দৈনন্দিন রেসিপি

মায়ের কাছে শেখা এই রেসিপিটি আমাদের খুব প্রিয়। মশলা ছাড়া এই ডাল বানানো যেমন সহজ, সাদা ভাতের সাথে খেতেও তেমন সুস্বাদু।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
শেয়ার

উপকরণ

20 মিনিট
4 জন
  1. 1 কাপমুসুর ডাল
  2. 2.5 কাপজল
  3. 4 টিরসুনের কোয়া
  4. 1" আদার কুচি
  5. 1/4 চা চামচহলুদ
  6. স্বাদ মতনুন
  7. 1 টিপেঁয়াজ কুচি
  8. 2 টিলঙ্কা কুচি
  9. প্রয়োজন মতধনে পাতা
  10. 1+ 1 টেবিল চামচ সর্ষের তেল

রান্নার নির্দেশ সমূহ

20 মিনিট
  1. 1

    প্রথমে ডাল ভালো করে ধুয়ে সসপ্যানে দিন। জল, আদা, রসুন ও 1 টেবিল চামচ সরষের তেল যোগ করে মিডিয়াম ফ্লেমে সেদ্ধ করতে দিন। ডাল নরম হলে নুন ও হলুদ মিশিয়ে দিন। 5 মিনিট রান্না করুন। এবার ডাল ম্যাস করে দিন।

  2. 2

    রান্না করুন। মাঝে মাঝে নাড়তে থাকুন যতক্ষণ না জল কম হয়। ডাল ঘন হলে নামিয়ে নিন। কাঁচা লঙ্কা ও পেঁয়াজ কুচি মিশিয়ে দিন।

  3. 3

    ধনেপাতা মিশিয়ে দিন। অল্প কাঁচা সরষের তেল ছড়িয়ে দিয়ে পরিবেশন করুন। গরম ভাতের সাথে উপভোগ করুন।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
Cook Today
Luna Bose
Luna Bose @khanawithluna

Similar Recipes