মশলা অমলেট কাড়ি (masala omlette curry recipe in bengali)

Sonali Sen Bagchi
Sonali Sen Bagchi @cook_15687477

#GA4
#week2
ডিমের তৈরি সব রান্নাই দারুন হয় খেতে।আজ তাই একটু মশলাদার অমলেট কাড়ি তৈরি করলাম।

মশলা অমলেট কাড়ি (masala omlette curry recipe in bengali)

#GA4
#week2
ডিমের তৈরি সব রান্নাই দারুন হয় খেতে।আজ তাই একটু মশলাদার অমলেট কাড়ি তৈরি করলাম।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
শেয়ার

উপকরণ

৪৫মিনিট
৪জনের জন্য
  1. ৪ টে ডিম
  2. ১.৫ টা পেঁয়াজ
  3. ৬-৭কোয়া রসুন
  4. ১টা টমেটো
  5. ৩টে কাঁচা লঙ্কা
  6. ১চা চামচ জিরে গুঁড়ো
  7. ১চা চামচ কাশ্মীরি লঙ্কা গুঁড়ো
  8. ১/২চা চামচ গরম মশলা গুঁড়ো
  9. ১চা চামচ আদা বাটা
  10. ১/২চা চামচ হলুদ গুঁড়ো
  11. স্বাদমতোনুন
  12. পরিমান মতো তেল
  13. ২টেবিল চামচ টকদই
  14. ফোঁড়নের জন্য
  15. ১/২ চা চামচ জিরে
  16. ১টা এলাচ
  17. ১টাদারচিনি

রান্নার নির্দেশ সমূহ

৪৫মিনিট
  1. 1

    প্রথমে কড়াইতে একটু জল দিয়ে তাতে টম্যেটো পেয়াজ লংকা রসুন দিয়ে একটু সেদ্ধ বসাতে হবে।টম্যেটো পেয়াজ নরম হলে নামিয়ে জল ফেলে ঠান্ডা করে মিক্সিতে পেস্ট করে নিতে হবে।

  2. 2

    এরপর অন্য একটা কড়াই গরম বসাতে হবে।তাতে একটু তেল দিয়ে গরম হলে একটা করে ডিম নুন দিয়ে ফেটিয়ে কড়াইতে দিতে হবে।দুপাশ ভেজে নামিয়ে নিতে হবে।এভাবে বাকি গুলো নামিয়ে নিতে হবে।

  3. 3

    এরপর অমলেট ভাজা হলে ঐ কড়াইতে একটু তেল দিতে হবে।তেল গরম হলে তাতে জিরে এলাচ দারচিনি ফোরন দিতে হবে।এরপর এতে আদাবাটা দিয়ে একটু ভাজতে হবে।

  4. 4

    এরপর এতে জিরে আর লংকা গুড়ো আর একটু জল দিয়ে সাথে নুন হলুদ দিয়ে ভাজতে হবে।

  5. 5

    এরপর মশলা ভাজা হলে ঐ পেস্ট টা দিয়ে আবার একটু ভাজতে হবে।ভাজা হলে ফেটানো টকদই দিয়ে লাগাতার নারতে হবে।

  6. 6

    এরপর মশলা থেকে তেল বার হলে পরিমান মতো জল দিতে হবে।১০মিনিট ফোটার পর অমলেট গুলো টুকরো করে দিয়ে আরো ৫মিনিট ফুটিয়ে গরম মশলা গুড়ো দিয়ে নামিয়ে নিতে হবে।ব্যস তৈরি মশলা অমলেট কাড়ি।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
Cook Today
Sonali Sen Bagchi
Sonali Sen Bagchi @cook_15687477

Similar Recipes