পনির বাটার মশলা (Paneer butter masala recipe in bengali)

Parna Dutta
Parna Dutta @cook_26441927

#স্বাদেররান্না
এটি অত্যন্ত সুস্বাদু একটি খাবার।নান,রুটি, ফ্রাইড রাইস এসবের সাথে অত্যন্ত লোভনীয় একটা রেসিপি।

পনির বাটার মশলা (Paneer butter masala recipe in bengali)

#স্বাদেররান্না
এটি অত্যন্ত সুস্বাদু একটি খাবার।নান,রুটি, ফ্রাইড রাইস এসবের সাথে অত্যন্ত লোভনীয় একটা রেসিপি।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
শেয়ার

উপকরণ

২৫ মিনিট
  1. ৫০০ গ্রামপনির ( আমি আমুল পনির ব্যাবহার করেছি)
  2. ১ কাপটক দই
  3. ১ টাপেঁয়াজ বাটা(এটা গরম জলে সেদ্ধ করে পেেস্ট করে নিিয়ে
  4. ১ টেবিল চামচলঙ্কাবাটা
  5. স্বাদ অনুযায়ীনুন
  6. ১ চা চামচকাশ্মীরি লঙ্কা গুঁড়ো
  7. ৬ টা আগে থেকে ভিজিয়ে রেখে বেঁটে নেওয়া কাজু বাদাম
  8. ১ চা চামচকাসোরি মেথি
  9. ২ চা চামচআমূল ফ্রেশ ক্রিম
  10. ১ টেবিল চামচধনে গুঁড়া
  11. ১টেবিল চামচজিরা গুড়া
  12. প্রয়োজন অনুযায়ীগোটা গরম মশলা
  13. পরিমাণ মতআর লাগছে বাটার(যদি কেউ বাটার কম পরিমাণ দিতে চায় সেক্ষেত্রে সাদা তেল r বাটার মিশিয়ে ব্যাবহার করা যাবে।

রান্নার নির্দেশ সমূহ

২৫ মিনিট
  1. 1

    প্রথমে পনির গুলো একটি মিক্সিং বাটি তে নিতে হবে

  2. 2

    পনির এর মধ্যে টক দই,নুন,লঙ্কা বাটা,জিরা,ধনে,কাশ্মীরি লঙ্কা গুড়ো,২_৩ তে কাচা লঙ্কা মুখ চিরে,সব ভালো করে পনির এর সাথে মিশিয়ে ম্যারিনেট করে রাখতে হবে ৩০ মিনিট(আমি এ খানে পিয়াজ টা গরম জলে সেদ্ধ করে সেই পেস্ট ব্যাবহার করেছি)

  3. 3

    এবার করাই তে বাটার দিয়ে বা বাটার r সাদা তেল দিয়ে গরম হলে গোটা গরম মশলা ফোরণ দিতে হবে

  4. 4

    এবার ম্যারিনেট করা পনির গুলো কড়াই তে দিয়ে গ্যাস এর আঁচ কমিয়ে ঢেকে দিতে হবে।

  5. 5

    ৫মিনিট পর ঢাকনা খুলে সামান্য কুসুম গরম জল দিয়ে এবার ঢাকা ছাড়া আঁচ কমিয়ে তেল বের হওয়া পর্যন্ত আরো ৪_৫ মিনিট রান্না করতে হবে।

  6. 6

    তেল বেড়িয়ে গেলে কাজু বাটা,ফ্রেশ ক্রিম দিয়ে ২ মিনিট নাড়া চারা করে কাসৌড়ি মেথি হতে ঘষে গুঁড়ো করে ছড়িয়ে দিয়ে,ওপর থেকে একটু বাটার ছড়িয়ে দিলেই রেডী পনির বাটার মাসালা।ডেকোরেশন এর জন্য চাইলে ধনে পাতা ছড়িয়ে দিতে পারেন।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
Cook Today
Parna Dutta
Parna Dutta @cook_26441927

মন্তব্যগুলি (5)

Swati Bharadwaj
Swati Bharadwaj @explorefoodwithSwati
বেশ সুন্দর হয়েছে। ভালো লাগলো।
আমিও কিছু নতুন চেষ্টা করেছি।দেখার অনুরোধ রইলো। ভাল লাগলে অনুসরণ দেবেন।🐾

Similar Recipes