সুজির পায়েস (Soojir Payesh Recipe in Bengali)

OINDRILA BHATTACHARYYA
OINDRILA BHATTACHARYYA @cook_24450101
Kolkata

#ebook2
জন্মাষ্টমী উপলক্ষে আমার গোপাল ঠাকুরকে নিবেদিত সুজির পায়েস ।

সুজির পায়েস (Soojir Payesh Recipe in Bengali)

#ebook2
জন্মাষ্টমী উপলক্ষে আমার গোপাল ঠাকুরকে নিবেদিত সুজির পায়েস ।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
শেয়ার

উপকরণ

১ ঘন্টা
৩ জন
  1. ৪ টেবিল চামচ সুজি
  2. ১ লিটার দুধ
  3. ৫ টেবিল চামচ ঘী
  4. ৪ টেবিল চামচ চিনি
  5. ৫-৬ টি কাজুবাদাম
  6. ১০-১২ টি কিশমিশ
  7. ১/৪ চা চামচ এলাচ গুঁড়া

রান্নার নির্দেশ সমূহ

১ ঘন্টা
  1. 1

    সুজির পায়েস বানানোর জন্য প্রথমে কড়াইতে ঘি গরম করে তাতে সুজি দিয়ে হালকা বাদামি হওয়া অবধি ভেজে তুলে নিতে হবে।

  2. 2

    এরপর কড়াইতে আবার ঘী দিয়ে কাজু, কিশমিশ দিয়ে হালকা ভাজা হয়ে গেলে তাতে দুধ দিয়ে দিতে হবে।

  3. 3

    এরপর চিনি দিয়ে দুধ ভালো করে মাঝারী আঁচে ফুটিয়ে একদম ঘন করে নিতে হবে।

  4. 4

    দুধ একদম ঘন হয়ে কমে ৫০ শতাংশ হয়ে গেলে হালকা ভেজে রাখা সুজি তাতে দিয়ে মাঝারি আঁচে ৫-১০ মিনিট ক্রমান্বয়ে নাড়াচাড়া করে যেতে হবে যাতে সুজি দলা না পাকিয়ে যায়। এরপর সুজি ভালো করে ফুটে ঘন হয়ে এলে উপরে এলাচ গুঁড়া এবং ঘী ছড়িয়ে নামিয়ে ফেলতে হবে।

  5. 5

    খুবই সুস্বাদু স্বাদের সুজির পায়েস জন্মাষ্টমী তে কৃষ্ণকে ভোগ হিসাবে নিবেদন করার জন্য শ্রেষ্ঠ একটি পদ।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
Cook Today
OINDRILA BHATTACHARYYA
OINDRILA BHATTACHARYYA @cook_24450101
Kolkata
Ranna Korte khub I valobasi..
আরও পড়ুন

Similar Recipes