সুজির পায়েস(soojir payesh recipe in Bengali)

Suryaa Bose
Suryaa Bose @cook_35394312

#DOLPURNIMA, #FEM
আজ রং দোল উৎসবের দ্বিতীয় দিন অর্থাৎ রং-এর দিন, তাই একটু মিষ্টি মুখ না করলে চলে, তাই বানিয়ে ফেললাম সুজির পায়েস ।এটা আমার শাশুড়ি মায়ের রেসিপি ।উনি এই জিনিস টি খুব সুন্দর করেন ।উনার থেকে অনুপ্রাণিত হয়ে আমি এই সুজির পায়েস বানানোর চেষ্টা করলাম ।একদম সহজ কিন্তু খেতে সুস্বাদু। তোমরা ও ট্রাই করতে পারো ।

সুজির পায়েস(soojir payesh recipe in Bengali)

#DOLPURNIMA, #FEM
আজ রং দোল উৎসবের দ্বিতীয় দিন অর্থাৎ রং-এর দিন, তাই একটু মিষ্টি মুখ না করলে চলে, তাই বানিয়ে ফেললাম সুজির পায়েস ।এটা আমার শাশুড়ি মায়ের রেসিপি ।উনি এই জিনিস টি খুব সুন্দর করেন ।উনার থেকে অনুপ্রাণিত হয়ে আমি এই সুজির পায়েস বানানোর চেষ্টা করলাম ।একদম সহজ কিন্তু খেতে সুস্বাদু। তোমরা ও ট্রাই করতে পারো ।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
শেয়ার

উপকরণ

৩০ মিনিট (
৫ জনের জন্য বানিয়েছি।
  1. ২০০গ্রাম সুজি
  2. ১/২ লিটার দুধ
  3. ২-৩ চা চামচ ঘি
  4. ১গ্লাস জল
  5. ২টো তেজপাতা
  6. পরিমাণ মত সাজানোর জন্য কিছু কাজু, কিছু কিসমিস, কিছু বেদানা।(এখানে বেদানাটা খালি সাজানোর জন্য ব্যবহার করা হয়েছে,তোমরা চাইলে এটা স্কিপ করতে পারো
  7. ২৫০গ্রাম চিনি

রান্নার নির্দেশ সমূহ

৩০ মিনিট (
  1. 1

    (১) প্রথমে একটি সসপেন-এ ১/২ লিটার দুধ ঢেলে কম আঁচে প্রায় ৫-৬মিনিট জ্বাল দিয়ে নিতে হবে।

  2. 2

    এবার কড়াই তে ২-৩ চামচ ঘি দিতে হবে, এরপর ঘি টা গলে গেলে তাতে তেজপাতা দুটো দিতে হবে। তারপর ২০০গ্রাম সুজি তাতে ঢেলে দিতে হবে। এবার ৪-৫ মিনিট কম আঁচে ভাজতে হবে, যতক্ষণ না সুজি একটু লালচে ধরণের হয়ে যাচ্ছে না।

  3. 3

    (৩) এবার ১গ্লাস জল তাতে দিয়ে একটা খুন্তি দিয়ে ভালো করে নেড়ে দিতে হবে আর অল্প আঁচে বসিয়ে ২-৩ মিনিট রান্না করতে হবে, এরপর সুজির জল টা শুকিয়ে এলে তাতে জ্বাল দেওয়া দুধ টা দিয়ে খুন্তি দিয়ে নেড়ে ৩-৪ মিনিট রান্না করতে হবে এরপর তাতে ২৫০গ্রাম চিনি দিয়ে আরো ৩-৪ মিনিট রান্না করতে হবে তারপর দুধে সুজি সামান্য গাঢ় হলে, আঁচ বন্ধ করে দিতে হবে। ব্যস সুজির পায়েস তৈরী।

  4. 4

    (৪) এবার একটা পাত্রে ঢেলে ঠান্ডা হওয়ার জন্য ৮-১০মিনিট রাখতে হবে।

  5. 5

    (৫)পুরোপুরি ঠান্ডা হয়ে গেলে কি ছু কাজু, কিছু কিশমিস আর কিছু বেদানা দিয়ে সাজিয়ে পরিবেশনের জন্য তৈরী করতে হবে।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার

কুকস্ন্যাপগুলি

আপনি কি এই রেসিপিটি রেঁধেছেন ? আপনার সৃষ্টির একটি ছবি শেয়ার করুন!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan
Cook Today
Suryaa Bose
Suryaa Bose @cook_35394312

মন্তব্যগুলি

Similar Recipes