মূর্গ তেহারি (murg tehari recipe in bengali)

Kinkini Biswas
Kinkini Biswas @kinkinicook_007

#পূজা2020
পূজোর সময় বাড়িতে স্পেশাল রান্না করতেই হয়। কিন্তু পূজোর কাজ, প্যান্ডেল হপিং তারই মধ্যে চটজলদি আর একটু স্পেশাল রান্না হল এই মূর্গ তেহারি।

মূর্গ তেহারি (murg tehari recipe in bengali)

#পূজা2020
পূজোর সময় বাড়িতে স্পেশাল রান্না করতেই হয়। কিন্তু পূজোর কাজ, প্যান্ডেল হপিং তারই মধ্যে চটজলদি আর একটু স্পেশাল রান্না হল এই মূর্গ তেহারি।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
শেয়ার

উপকরণ

1ঘন্টা
3জন
  1. 1 কাপ (300 গ্রাম)গোবিন্দভোগ চাল
  2. 400 গ্রামচিকেন
  3. 2 টিমাঝারি সাইজের আলু ডুমো করে কাটা
  4. 500মিলি .লিজল
  5. 100মিলি লিদুধ
  6. 8 টিগোটা কাঁচা লঙ্কা
  7. 1টেবিল চামচ ঘি
  8. 3টেবিল চামচ সাদা তেল
  9. 1 টিতেজপাতা
  10. 2 টিছোট এলাচ
  11. 1 টুকরোদারচিনি
  12. 1/2 কাপপেঁয়াজ কুচি
  13. 1টেবিল চামচ আদা বাটা
  14. 1/2টেবিল চামচ রসুন বাটা
  15. স্বাদমতোনুন
  16. 1 চা চামচকেওড়া জল
  17. 1.5 চা চামচতেহারি মসলা যার মধ্যে থাকবে:-
  18. 3 টিএলাচ
  19. 1 টুকরোদারচিনি
  20. 1/4জায়ফল
  21. 1/2জয়িত্রী
  22. 1/2 চা চামচসাদা গোলমরিচ

রান্নার নির্দেশ সমূহ

1ঘন্টা
  1. 1

    প্রথমে চাল ধুয়ে শুকিয়ে নিতে হবে

  2. 2

    একটি কড়াইতে 2 টেবিল চামচ তেল গরম করে আলুর টুকরো গুলো নুন হলুদ দিয়ে ভেজে তুলে নিতে হবে।

  3. 3

    ঐ তেলেই তেজপাতা, ছোট এলাচ, দারচিনি ফোড়ন দিয়ে সুগন্ধ বেরোলে কিছুটা পেঁয়াজ কুচি দিয়ে দিতে হবে। হালকা সোনালি করে ভাজা হলে আদা-রসুন, 4 টি লঙ্কা বাটা দিয়ে ভালো করে কষিয়ে নিতে হবে। এরপর এর মধ্যে তেহারি মসলা 1 চা চামচ দিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে চিকেনের টুকরো গুলো দিয়ে দিতে হবে।

  4. 4

    চিকেন নাড়াচাড়া করে স্বাদমতো নুন দিয়ে কম আঁচে ঢাকা দিয়ে দিয়ে মাংস সিদ্ধ করতে হবে। জল দিতে হবে না। মুরগির মাংস থেকে যা জল বেরোয় তাতেই সিদ্ধ হয়ে যাবে।

  5. 5

    অন্য একটি পাত্রে বাকি তেল আর ঘি গরম করে বাকি পেঁয়াজ কুচি ও 4 টি গোটা কাঁচা লঙ্কা চিড়ে নেড়েচেড়ে তার মধ্যে শুকিয়ে রাখা চাল ঢেলে দিতে হবে। এরমধেই বাকি তেহারি মসলা দিয়ে চাল ভালো করে ভেজে নিতে হবে। তার জল ও দুধ দিয়ে ফুটতে দিতে হবে।

  6. 6

    ফুটতে শুরু করলে ওপর থেকে ভেজে রাখা আলুর টুকরো গুলো আর করানো মাংস দিয়ে দিতে হবে। স্বাদমতো নুন আর কেওড়া জল দিয়ে কম আঁচে ঢাকা দিয়ে 10-12 মিনিট রান্না করে নিতে হবে।

  7. 7

    জল শুকিয়ে গেলে, গ্যাস বন্ধ করে 15 মিনিট ঢাকা দিয়ে রাখতে হবে। ব্যাস রেডি হয়ে গেলে সুস্বাদু মূর্গ তেহারি। যা স্যালাড আর রায়তার সাথে আমি পরিবেশন করেছি ।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
Cook Today
Kinkini Biswas
Kinkini Biswas @kinkinicook_007

মন্তব্যগুলি (8)

Kinkini Biswas
Kinkini Biswas @kinkinicook_007
,অসংখ্য ধন্যবাদ ... শারদীয়ার প্রীতি ও শুভেচ্ছা জানাই..

Similar Recipes