দুধ চিকেন (Doodh chicken recipe in Bengali)

Kinkini Biswas
Kinkini Biswas @kinkinicook_007

#ebook2
#বাংলা_নববর্ষের_রেসিপি
#india2020

এটি আমাদের বাড়ির পুরানো রান্না । আমার ঠাকুমার রেসিপি । কোন বিশেষ অনুষ্ঠানে এটি আমাদের বাড়িতে রান্না করা হয় । রুটি / পরোটার সাথে এই পদটি ভীষণ ভালো লাগে খেতে । এটি বানানো খুব সহজ।

দুধ চিকেন (Doodh chicken recipe in Bengali)

#ebook2
#বাংলা_নববর্ষের_রেসিপি
#india2020

এটি আমাদের বাড়ির পুরানো রান্না । আমার ঠাকুমার রেসিপি । কোন বিশেষ অনুষ্ঠানে এটি আমাদের বাড়িতে রান্না করা হয় । রুটি / পরোটার সাথে এই পদটি ভীষণ ভালো লাগে খেতে । এটি বানানো খুব সহজ।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
শেয়ার

উপকরণ

40মিনিট
3 জন
  1. 500 গ্রামচিকেন
  2. 250মিলি দুধ
  3. 2টি মাঝারি সাইজের পেঁয়াজ কুচি
  4. 2টি শুকনো লঙ্কা
  5. 1টেবিল চামচ আদা বাটা
  6. 1টেবিল চামচ রসুন বাটা
  7. 1 টি দারচিনি
  8. 3-4টে ছোট এলাচ
  9. 4-5টি লবঙ্গ
  10. 1টেবিল চামচ বিরিয়ানি মশলা
  11. 1 চা চামচকাশ্মীরি লঙ্কা গুঁড়ো
  12. 1 চা চামচহলুদ গুঁড়ো
  13. 3-4 ফোঁটামিঠে আতর
  14. 1 চা চামচগোলাপ জল
  15. 1 চা চামচকেওড়া জল
  16. 4টেবিল চামচ সাদা তেল
  17. স্বাদমতোনুন ও চিনি

রান্নার নির্দেশ সমূহ

40মিনিট
  1. 1

    প্রথমে চিকেন ভালো করে পরিষ্কার করে জল ঝরিয়ে রাখুন । তারপর একটি পাত্রে দুধ ঢেলে তার মধ্যে বিরিয়ানি মশলা ও মিঠে আতর দিয়ে একসাথে গুলে রেখে দিন ।

  2. 2

    একটি কড়াইতে তেল গরম করে তাতে শুকনো লঙ্কা চিড়ে ও গোটা গরম মশলা ফোড়ন দিয়ে তার মধ্যে পেঁয়াজ কুচি দিয়ে ভালো করে ভাজতে হবে । 2-3মিনিট ভাজার পর আদা রসুন বাটা দিয়ে ভালো করে ভেজে নিতে হবে । এরপর চিকেনের পিসগুলি কড়াইতে দিয়ে ভালো করে কষান।

  3. 3

    এরপর চিকেনে হলুদ গুড়ো, কাশ্মীরি লঙ্কা গুড়ো, স্বাদমতো নুন ও চিনি দিয়ে ভালো করে নাড়তে হবে । তারপর দুধের মিশ্রণটি দিয়ে ভালো করে মিশিয়ে হালকা আঁচে ঢাকা দিয়ে 15-20 মিনিট চিকেনটা সিদ্ধ করতে হবে।

  4. 4

    সিদ্ধ হয়ে গেলে ওপর থেকে গোলাপ জল ও কেওড়া জল দিয়ে ভালো করে মিশিয়ে 4-5মিনিট আরো ঢাকা দিয়ে রান্না করুন । ব্যাস রেডি হয়ে গেলে দুধ চিকেন । এরার গরম গরম রুটি/ পরোটার সাথে পরিবেশন করুন ।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
Cook Today
Kinkini Biswas
Kinkini Biswas @kinkinicook_007

মন্তব্যগুলি (6)

Similar Recipes