দই কাতলা(doi katla recipe in bengali)

Priyanka das(abhipriya)
Priyanka das(abhipriya) @cook_21783719

#GA4
#week5

এই সপ্তাহের ধাঁধা থেকে আমি ফিশ বা মাছ বেছে নিয়েছি।
দই কাতলা হল বাঙালির একটি ট্রেডিশানাল রেসিপি। এমন কি এটা যে কোন অনুষ্ঠান বাড়িতেও বানানো হয়ে থাকে এবং এটি খেতেও ভীষণ সুস্বাদু হয়।
তাহলে, আসুন আর দেরি না করে দেখে নেওয়া যাক আজকের আমার রেসিপিটি।

দই কাতলা(doi katla recipe in bengali)

#GA4
#week5

এই সপ্তাহের ধাঁধা থেকে আমি ফিশ বা মাছ বেছে নিয়েছি।
দই কাতলা হল বাঙালির একটি ট্রেডিশানাল রেসিপি। এমন কি এটা যে কোন অনুষ্ঠান বাড়িতেও বানানো হয়ে থাকে এবং এটি খেতেও ভীষণ সুস্বাদু হয়।
তাহলে, আসুন আর দেরি না করে দেখে নেওয়া যাক আজকের আমার রেসিপিটি।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
শেয়ার

উপকরণ

১ ঘন্টা
৩-৪ জন
  1. ৫০০ গ্রাম মাছ
  2. ৫০ গ্রাম তেল(মাছের তরকারির জন্য)
  3. ১/২ চা চামচ কালোজিরে
  4. ১ টা তেজপাতা
  5. ২ টো পেঁয়াজ
  6. ১ টা টমেটো
  7. ২ টি কাঁচালঙ্কা
  8. ২চা চামচ আদা
  9. ২ চা চামচ রসুন
  10. ১ চা চামচ জিরেগুঁড়ো
  11. ২৫ গ্রাম পোস্ত
  12. ১০০ গ্রাম টক-দই
  13. ১/২ চা চামচ হলুদগুঁড়ো
  14. ২ চা চামচ কাশ্মীরি লঙ্কাগুঁড়ো
  15. ১ চা চামচ লঙ্কাগুঁড়ো
  16. ১ চা চামচ গরমমসলা
  17. স্বাদ মতো লবণ
  18. পরিমান মতো তেল(মাছ ভাঁজার জন্য)
  19. পরিমান মতো জল

রান্নার নির্দেশ সমূহ

১ ঘন্টা
  1. 1

    প্রথমে মাছ ভালো করে ধুয়ে, লবণ-হলুদ মাখিয়ে ভেজে একটি অন্য পাত্রে তুলে রাখুন।

  2. 2

    এরপর কড়াই তে তেল দিয়ে, তেজপাতা আর কালোজিরে ফোড়ন দিয়ে পেঁয়াজ দিয়ে দিন।এরপর পেঁয়াজে বাদামী রং ধরলে টমেটো, কাঁচালঙ্কা দিয়ে দিন। টমেটো নরম হয়ে আসলে আদা-রসুন, পোস্ত, হলুদ, জিরে, দুই রকম লঙ্কা গুঁড়ো দিয়ে কিছুক্ষন মশলাটা কষিয়ে নিন।

  3. 3

    এরপর ওই কষানো মসলার সাথে দই দিয়ে আরও কিছুক্ষণ ভালো করে কষিয়ে নিন, মসলা থেকে তেল আলাদা হয়ে আসলে পরিমান মতো জল আর স্বাদ মতো লবণ দিয়ে দিন। গ্রেভি ফুঁটে উঠলে আগে থেকে ভেজে রাখা মাছ গুলো দিয়ে কিছুক্ষন ফুটিয়ে নিন, নামানোর আগে গরমমসলা দিয়ে দিলেই রেডি আমাদের "দই_কাতলা"।

  4. 4

    গরম গরম ভাতের সাথে পরিবেশন করুন।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
Cook Today
Priyanka das(abhipriya)
Priyanka das(abhipriya) @cook_21783719
Follow me on Instagram @swaaad_a_kolkata
আরও পড়ুন

Similar Recipes