চিকেন তেহারি (Chicken tehari recipe in Bengali)

Barnali Saha
Barnali Saha @Barnali_23

#পূজা2020
উৎসব মানেই মনে আনন্দ আর সেটা যদি দুর্গা পুজো হয় তাহলে তো কোন কথাই নেই। তাই উৎসবের দিনে জমাটি খাবার হবে না তা কি কখনো হয়, দুর্গা পুজোর সময় যাতে চটপট রান্না ও হয়ে যায় আবার খেতেও ভালো লাগে সেই জন্য এই চিকেন তেহারি রেসিপিটি খুবই উপযুক্ত।

চিকেন তেহারি (Chicken tehari recipe in Bengali)

#পূজা2020
উৎসব মানেই মনে আনন্দ আর সেটা যদি দুর্গা পুজো হয় তাহলে তো কোন কথাই নেই। তাই উৎসবের দিনে জমাটি খাবার হবে না তা কি কখনো হয়, দুর্গা পুজোর সময় যাতে চটপট রান্না ও হয়ে যায় আবার খেতেও ভালো লাগে সেই জন্য এই চিকেন তেহারি রেসিপিটি খুবই উপযুক্ত।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
শেয়ার

উপকরণ

  1. ৫০০ গ্রাম বাসমতী চাল
  2. ৭০০ গ্রাম চিকেন
  3. ৩ টি পেঁয়াজ কুচি
  4. ২ টেবিল চামচ আদা বাটা
  5. ২ টেবিল চামচ রসুন বাটা
  6. ১/২ চা চামচ জিরে গুঁড়ো
  7. ১/২ চা চামচ লঙ্কা গুঁড়ো
  8. ১/২ চা চামচ গরম মসলা গুঁড়া
  9. ১/২ চা চামচ জয়িত্রী, জায়ফল গোলমরিচ একসঙ্গে গুঁড়ো
  10. ৩ টি এলাচ
  11. ১ টুকরো দারচিনি
  12. ২ টি লবঙ্গ
  13. ১/২ কাপ টকদই
  14. স্বাদমতো লবণ
  15. ১ কাপসর্ষের তেল
  16. ২ টেবিল চামচ ঘি
  17. ২ চা চামচ কেওড়া জল
  18. ৬ টি কাঁচা লঙ্কা
  19. ২ টেবিল চামচ গুঁড়ো দুধ
  20. ১ কাপ জাল দেওয়া লিকুইড দুধ
  21. ৫ টি কাঁচা লঙ্কা
  22. ৩ কাপ জল
  23. ২ চা চামচ ভিনেগার
  24. ২ টি তেজপাতা

রান্নার নির্দেশ সমূহ

  1. 1

    প্রথমে চিকেন টিকে লবণ ও ভিনিগার দিয়ে ম্যারিনেট করে রাখতে হবে।

  2. 2

    এবার একটি কড়াইতে সরষের তেল গরম করে তার মধ্যে তেজপাতা, লবঙ্গ,এলাচ,দারচিনি তেজপাতা ফোরন দিয়ে কুচি করা পেঁয়াজ গুলো লাল করে ভেজে নিতে হবে।

  3. 3

    এবার তার মধ্যে আদা রসুন বাটা, জিরের গুঁড়ো, লঙ্কাগুঁড়ো,লবণ সব দিয়ে কষিয়ে চিকেন গুলোকে দিয়ে দিতে হবে।

  4. 4

    এবার চিকেন খানিকক্ষণ কষে গেলে তার মধ্যে ফাটানো দই দিয়ে আরও খানিক খন কষাতে হবে। চিকেন কষানো হয়ে গেলে তারমধ্যে জয়ত্রী,জায়ফল, গোলমরিচের গুরো আর গরম মসলার গুঁড়ো দিয়ে নাড়িয়ে নামিয়ে রেখে দিতে হবে।

  5. 5

    এবার আবার কড়াইতে তেল গরম করে তার মধ্যে চাল গুলোকে নিয়ে ভেজে নিতে হবে খানিকক্ষণ ভাজার পর তারমধ্যে দু'কাপ চাল আর চার কাপ জল মানে দুধসহ ঢেলে বেশি আঁচে ৫ _৭ মিনিট ফোটাতে হবে। এই সময় গুরো দুধ টিও দিয়ে দিতে হবে।

  6. 6

    এবার চাল থেকে জল শুকিয়ে গেলে এবং খানিকটা হয়ে গেলে চিকেন দিয়ে ভালো করে মিশিয়ে আবার জয়ত্রী জয়ফল,গরম মসলার গুঁড়ো, কেওড়া জল আর কাঁচা লঙ্কাগুলো চিড়ে দিয়ে কম আঁচে দশ মিনিটের জন্য রেখে দিতে হবে।

  7. 7

    এবার নামাবার সময় খানিকটা ঘি ছড়িয়ে নামিয়ে নিলেই তৈরি হয়ে যাবে চিকেন তেহারি। শসা, পেঁয়াজ, লঙ্কা এইসব জাতীয় স্যালাডের সঙ্গে খেলেই হয়ে যাবে।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
Cook Today
Barnali Saha
Barnali Saha @Barnali_23

Similar Recipes