আলু দিয়ে মটন এর ঝোল(aloo diye mutton er jhol recipe in Bengali)

Priyanka Banerjee
Priyanka Banerjee @cook_25337287

আলু দিয়ে মটন এর ঝোল(aloo diye mutton er jhol recipe in Bengali)

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
শেয়ার

উপকরণ

  1. ১কেজি মাটন
  2. ৮টিআলু
  3. ৫টা বড় পেঁয়াজ
  4. ৩চা চামচআদা বাটা
  5. ২চা চামচরসুন বাটা
  6. ১কাপটক দই
  7. ২টোটমেটো
  8. ২ টো গোটা গরম মশলা
  9. ৩চা চামচহলুদ গুঁড়া
  10. ৪চা চামচকাশ্মিরী লঙ্কা গুঁড়ো
  11. ৩-৪টিকাচা লংকা
  12. ১চা চামচশাহী গরম মশলা গুঁড়া
  13. পরিমাণ মতোসর্ষের তেল
  14. স্বাদ অনুযায়ীনুন ও চিনি

রান্নার নির্দেশ সমূহ

  1. 1

    প্রথমে একটা পাত্রে মাংস,টকদই,৪ চামচ সরষে র তেল, ২ চামচ কাশ্মীরি লংকা গুঁড়ো, ১ চামচ হলুদ গুঁড়া,১.১/২ আদা বাটা, ১ চামচ রসুন বাটা দিয়ে ১/২ ঘণ্টা ম্যারিনেট করে রাখুন।

  2. 2

    ১/২ ঘণ্টা পর কড়াই টে ৪-৫ বড়ো চামচ তেল দিয়ে গরম হলে তাতে কুচনও পেয়াজ দিয়ে ভাজুন। ভাজা হলে তাতে টমেটো টুকরো করে দিন। কিছুক্ষন ভাজার পর তাতে বাকি আদা বাটা ও রসুন বাটা দিন। তারপর ৫ মিনিট মত কষতে থাকুন। এরপর ওতে একে একে সব মশলা দিন।নুন ও চিনি স্বাদ অনুযায়ী দিন। কাঁচা লঙ্কা গুলো দিন। সব মশলা দিয়ে ভালো করে কষতে থাকুন আরও ১০-১৫ মিনিট মত।

  3. 3

    মশলা থেকে সুন্দর গন্ধ বেরোলে আর তেল ছেড়ে দিলে প্রেসার কুকারে পরিমাণ মতো গরম জল দিন তাতে কষানো মাংস দিন। তিনটে সিটি দিয়ে ১/২ ঘণ্টা একদম কম আঁচে হতে দিন। ১/২ ঘণ্টা পর নামিয়ে গরম গরম পরবেশন করুন ভাতের সাথে।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
Cook Today
Priyanka Banerjee
Priyanka Banerjee @cook_25337287

মন্তব্যগুলি

Similar Recipes