লবঙ্গ লতিকা (lobongo lotika recipe in bengali)

Suranya Lahiri Das
Suranya Lahiri Das @cook_25623034

#ebook2
#দূর্গা পূজা
বিজয়া দশমীতে বাড়িতে বানিয়েছিলাম লবঙ্গ লতিকা।ভীষণ ভালো লাগে খেতে। ভেতরে ক্ষীর আর লবঙ্গের একটা গন্ধ মিষ্টিটার ওপর আকর্ষণ বাড়িয়ে তোলে।

লবঙ্গ লতিকা (lobongo lotika recipe in bengali)

#ebook2
#দূর্গা পূজা
বিজয়া দশমীতে বাড়িতে বানিয়েছিলাম লবঙ্গ লতিকা।ভীষণ ভালো লাগে খেতে। ভেতরে ক্ষীর আর লবঙ্গের একটা গন্ধ মিষ্টিটার ওপর আকর্ষণ বাড়িয়ে তোলে।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
শেয়ার

উপকরণ

৩৫ মিনিট
৪ জন
  1. ২ কাপ ময়দা
  2. ১ লিটার লিকুইড দুধ
  3. স্বাদ অনুযায়ী চিনি
  4. প্রয়োজন মতো ড্রাই ফ্রুট
  5. ৮-১০ টা লবঙ্গ
  6. ২ টা ছোট এলাচ
  7. প্রয়োজন মতোসাদা তেল

রান্নার নির্দেশ সমূহ

৩৫ মিনিট
  1. 1

    প্রথমে দুধের সাথে স্বাদ অনুযায়ী চিনি দিয়ে ঘন করে ক্ষীর বানিয়ে নিতে হবে।ক্ষীর ঠান্ডা হলে ওর মধ্যে পছন্দসই ড্রাই ফ্রুটস মিশিয়ে নিয়েছি পুরের জন্য।ময়দার মধ্যে পরিমাণ মতো সাদা তেল দিয়ে ভালো ভাবে ময়াম দিয়ে মেখে নিতে হবে।

  2. 2

    এখন পরিমাণ বুঝে জল আর চিনি,ছোট এলাচ মিশিয়ে রস বানিয়ে নিতে হবে।লুচির মতো বেলে ওর মধ্যে ক্ষীর আর ড্রাই ফ্রুটসের পুর ভরে চার পাশ মুড়ে মাঝখানে একটা লবঙ্গ দিয়ে আটকে নিতে হবে।

  3. 3

    কড়াইয়ে পরিমাণ মতো সাদা তেল গরম করে লতিকা গুলো ভেজে চিনির রসে ১০মিনিট রেখে তুলে নিতে হবে।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
Cook Today
Suranya Lahiri Das
Suranya Lahiri Das @cook_25623034

মন্তব্যগুলি (10)

Similar Recipes