ভোগের খিচুড়ি(bhoger kichutei recipe in Bengali)

Mita Modak
Mita Modak @mitaspassion

#GA4#Week7 এই সপ্তাহের ধাঁধা থেকে আমি খিচুড়ি শব্দ টা বেছে নিয়েছি।

ভোগের খিচুড়ি(bhoger kichutei recipe in Bengali)

#GA4#Week7 এই সপ্তাহের ধাঁধা থেকে আমি খিচুড়ি শব্দ টা বেছে নিয়েছি।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
শেয়ার

উপকরণ

৩০মিনিট
৮জনের জন্য
  1. ২ কাপমুগ ডাল(পরিষ্কার করে ধোয়া)
  2. ২ কাপ চাল(পরিষ্কার করে ধোয়া)
  3. ৩০০ গ্রাম ফুলকপি (পরিষ্কার করে ধোয়া ও বড়ো বড় করে কাটা)
  4. ১ বাটি নারিকেল কুচানো
  5. ৩টেবিল চামচবাদাম
  6. ২টোটমেটো কুচানো
  7. ১টুকরোআদা
  8. ৪টেকাঁচা লঙ্কা
  9. ৭ টেবিল চামচ সরিষার তেল
  10. ৩টেবিল চামচঘী
  11. ২ চা চামচজিরে গুঁড়ো
  12. ১ চা চামচহলুদ গুঁড়ো
  13. স্বাদমতনুন আর চিনি
  14. ১ চা চামচ গোটা জিরে
  15. ৩ টে শুকনো লঙ্কা
  16. ২টা তেজপাতা

রান্নার নির্দেশ সমূহ

৩০মিনিট
  1. 1

    ফুলকপি,নারিকেল,বাদাম ভেজে নিয়েছি।এবার ডেকচি তে তেল গরম করে মুগ ডাল ভেজে নিয়ে পরিমাণ মত জল দিয়ে সিদ্ধ হতে দিয়েছি। তেজপাতা দিয়ে দিয়েছি। ডাল অর্ধেক সেদ্ধ হয়ে গেলে,চাল দিয়ে দিয়েছি।ফুটতে দিয়েছি ঢাকা দিয়ে।

  2. 2

    কড়াই এ তেল গরম করে,টমেটো - আদা - লঙ্কা - হলুদ - জিরা সব একসাথে বাটা মশলা দিয়ে কষতে দিয়েছি। এদিকে কষা হলে খিচুড়ি টে মসলা মিশিয়ে দিয়েছি।প্রয়োজন মত নুন,মিষ্টি দিয়ে দিয়েছি।

  3. 3

    এরপর ভাজা ফুলকপি,নারিকেল,বাদাম গুঁড়ো সব মিশিয়ে দিয়ে ধীমে আঁচে আরো কিছুক্ষন রান্না করেছি।এবার ফোড়ন র জন্য তেল গরম করে,তাতে শুকনো লংকা ও জিরে ফোড়ন দিয়ে নিয়েছি।

  4. 4

    ফোড়ন র ঘী মিশিয়ে খিচুড়ি ঢাকা দিয়ে রেখেছি কিছুক্ষন আঁচ বন্ধ করে।এইভাবেই তৈরি ভোগের খিচুড়ি।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
Cook Today
Mita Modak
Mita Modak @mitaspassion
cooking and experiment with recipes are my Passion
আরও পড়ুন

মন্তব্যগুলি (6)

Similar Recipes