গোলাপ জামুন (golap jamun recipe in Bengali)

Khaleda Akther
Khaleda Akther @cook_19996201
Bangladesh

# ফাল্গুন

গোলাপ জামুন (golap jamun recipe in Bengali)

# ফাল্গুন

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
শেয়ার

উপকরণ

45 মিনিট
4 জনের
  1. 1 কাপগুঁড়া দুধ
  2. 1/3 কাপময়দা
  3. 1 টিডিম
  4. 1/4 কাপলিকুইড দুধ
  5. 2টেবিল চামচ ঘি
  6. 1 চা চামচবেকিং পাউডার
  7. 1 চা চামচচিনি
  8. 2টেবিল চামচ সুজি
  9. সিরার জন্য
  10. 2 কাপচিনি
  11. 4 কাপপানি
  12. 4 টিএলাচ
  13. 1 চিমটিলবণ
  14. পরিমান মতো ভাজার জন্য তেল

রান্নার নির্দেশ সমূহ

45 মিনিট
  1. 1

    প্রথমে সব শুকনো উপকরণ এক সাথে চেলে নিব।

  2. 2

    তারপর শুকনো উপকরণের সাথে এক চিমটি লবণ 2টেবিল চামচ ঘি দিয়ে হাত দিয়ে ভালো করে ঢলে ঢলে মিশাতে হবে।

  3. 3

    তারপর এর মধ্যে লিকুইড দুধ টা 3 বারে আস্তে আস্তে মিশাবো, এরপরে ডিম ভেঙে ডোটার সাথে মিশিয়ে একটা আঠালো মিষ্টির ডো তৈরি করবো।

  4. 4

    মিষ্টির ডো টা 15 মিনিট রেষ্টে রাখবো, তারপর 15 মিনিট পর হাতের তালুতে একটু ঘি মেখে গোলাপ জামুন গুলি গোল করে বানিয়ে রাখবো।

  5. 5

    তারপর চিনি ও পানি ও এলাচ দিয়ে হাই হিটে সিরাটা বলক এনে চুলটা লো আঁচে রাখবো।

  6. 6

    এখন একটা পেনে তেল দিব ডুবো তেল হতে হবে, তেলটা হালকা গরম থাকা অবস্থায় মিষ্টি গুলি তেলের মধ্যে দিয়ে লো আঁচে গোলাপ জামুন গুলি লাল করে ভেজে তুলবো।

  7. 7

    মিষ্টি গুলি হালকা ঠান্ডা করে সিরার মধ্যে মিষ্টি গুলি দিয়ে ঢেকে দিব, চুলার আচ টা বাড়িয়ে 15 মিনিট ঢেকে রাখবো।

  8. 8

    15 মিনিট পর ঢাকনা খুলে দিব মিষ্টি গুলি ফুলে উঠলে নামিয়ে ঢেকে রাখবো আরও 2 ঘন্টা। তারপর ঠান্ডা করে সাজিয়ে পরিবেশন করবো। দারুন মজার তুলতুলে গোলাপ জামুন মিষ্টি।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
Cook Today
Khaleda Akther
Khaleda Akther @cook_19996201
Bangladesh
My passion is cooking 🍕🍴
আরও পড়ুন

Similar Recipes