নিমকি(nimki recipe in Bengali)

Sutapa Chakraborty
Sutapa Chakraborty @cook_19287221

#ebook2

দুর্গাপুজো মানেই নাড়ু-নিমকি-গজা-মুড়কি হতেই হবে বাড়ি বাড়ি ।এছাড়া পুজো সমাপন হয় না যেন আমাদের;বিজয়ায় বড়দের প্রণাম সেরে অপেক্ষা থাকে প্লেটে দুটো দু'রকমের নাড়ু ও একটু নিমকি পাওয়ার।দেখলেই মনে শান্তি, জিভে সুখ😊চলো আজ তবে নিমকি বানিয়ে ফেলি।

নিমকি(nimki recipe in Bengali)

#ebook2

দুর্গাপুজো মানেই নাড়ু-নিমকি-গজা-মুড়কি হতেই হবে বাড়ি বাড়ি ।এছাড়া পুজো সমাপন হয় না যেন আমাদের;বিজয়ায় বড়দের প্রণাম সেরে অপেক্ষা থাকে প্লেটে দুটো দু'রকমের নাড়ু ও একটু নিমকি পাওয়ার।দেখলেই মনে শান্তি, জিভে সুখ😊চলো আজ তবে নিমকি বানিয়ে ফেলি।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
শেয়ার

উপকরণ

১ঘন্টা
বহুজন
  1. ৬০০গ্রাম ময়দা
  2. ১০০গ্রাম সাদা তেল
  3. ১চা চামচমচ চিনি
  4. ১চা চামচ কালোজিরে
  5. ১চা চামচ জোয়ান
  6. ১চিমটি বেকিং পাউডার
  7. ১চা চামচ নুন
  8. ১কাপ (প্রায়) জল
  9. পরিমাণ মত ভাজার জন্য রিফাইন্ড অয়েল

রান্নার নির্দেশ সমূহ

১ঘন্টা
  1. 1

    ময়দার সঙ্গে উপরে উল্লেখিত সকল উপাদান মিশিয়ে(শুধু জল ছাড়া)ভালো করে মোয়ান দিয়ে নিতে হবে।হাত দিয়ে ঘষে ঘষে মোয়ান টা দিতে হবে।মুঠি পাকিয়ে দেখে নিতে হবে হয়েছে কিনা ঠিকঠাক।

  2. 2

    এবারে অল্প অল্প জল দিয়ে মেখে নিতে হবে ময়দা।(জলের পরিমান কম-বেশি হতে পারে উপরে উল্লেখিত জলের চেয়ে)।সেমি ডো হবে,না নরম না শক্ত।

  3. 3

    এবারে এর থেকে বড় বড় লেচি কেটে নিতে হবে।গোল করে পাকিয়ে বড় রুটির মতো করে বেলে নিতে হবে এক একটা লেচি।যত পাতলা হবে বেলা ততোই ভালো।তবে সামান্য একটু মোটা রাখলে বেশ ভুসবুশে হয় খেতে।ছুরি দিয়ে কেটে নিতে হবে এরপর।নিজের ইচ্ছে অনুযায়ী শেপ দিলেই হবে।

  4. 4

    পর্যাপ্ত পরিমাণ সাদা তেল দিয়ে গ্যাসে বসিয়ে দিতে হবে কড়াই।তেল গরম হলে গ্যাসের পাওয়ার মিডিয়াম টু লো তে রেখে ভেজে নিতে হবে সব নিমকি।একটু লাল বা তার থেকে আরেকটু বেশি করে ভেজে নিলেই দারুণ স্বাদের হবে এই নিমকি।বাচ্চা থেকে বয়স্ক সকলেই খেতে পারবে অনায়াসে।

  5. 5

    গরম চা আর এই নিমকি!ব্যস.... সন্ধ্যে পুরো জমে যাবে।সবসময় মুখ চালানোর জন্যও এই নিমকির কোনো জুড়ি নেই।ঠান্ডা হলে এয়ার টাইট কন্টেনারে ভরে রেখে দেওয়া যেতে পারে অনেক দিন পর্যন্ত।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
Cook Today
Sutapa Chakraborty
Sutapa Chakraborty @cook_19287221

Similar Recipes