নিমকি(Nimki recipe in Bengali)

Mili DasMal
Mili DasMal @cook_24613507
Bilaspur(C.G)

#নোনতা

নিমকি আমার খুবই প্রিয় কারন ছোট বেলায় স্কুল ছুটি হওয়ার সময় সব বান্ধবীরা মিলে একসাথে নিমকি কিনে খেতে খেতে গল্প মজা করে বাড়ি ফিরতাম , ছোটবেলা র কথা মনে করিয়ে দেয়। আর বাড়িতে চা এর সাথে দাদু ভাজা নিমকি পছন্দ করতেন।

নিমকি(Nimki recipe in Bengali)

#নোনতা

নিমকি আমার খুবই প্রিয় কারন ছোট বেলায় স্কুল ছুটি হওয়ার সময় সব বান্ধবীরা মিলে একসাথে নিমকি কিনে খেতে খেতে গল্প মজা করে বাড়ি ফিরতাম , ছোটবেলা র কথা মনে করিয়ে দেয়। আর বাড়িতে চা এর সাথে দাদু ভাজা নিমকি পছন্দ করতেন।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
শেয়ার

উপকরণ

30মিনিট।
3জন।
  1. 1 কাপময়দা
  2. 1/2 কাপজল
  3. 1/2 চা চামচনুন
  4. পরিমাণ মতো রিফাইন্ড অয়েল

রান্নার নির্দেশ সমূহ

30মিনিট।
  1. 1

    প্রথমে ময়দা তে নুন, সামান‍্য রিফাইন্ড অয়েল, ও জল দিয়ে সফ্ট ডো বানিয়ে নিতে হবে। (এবং একটি পাতলা ভেজা কাপড় ঢেকে দেব 15মিনিট এর জন‍্য)

  2. 2

    15মিনিট পর আরও এক বার মেখে নেব।

  3. 3

    এরপর লেচি কেটে বেলনে রুটি র আকারে বেলে নেব।

  4. 4

    এরপর ছুরির সাহায্যে নিমকি র আকরে চৌকো করে ছোট ছোট পিস করে নেব।

  5. 5

    কড়ায় রিফাইন্ড অয়েল দেব ডিপ ফ্রাই এর জন‍্য এরপর গরম হয়ে গেলে নিমকি পিস্ গুলো এক এক করে কড়ায় দিয়ে দেব।

  6. 6

    কিছুটা বাদামি রঙ ধরে এলে ও নিমকি গুলো ফুলে উঠলে দুই সাইড ভালো করে নেড়েচেড়ে প্লেটের উপর একটি টিস‍্যু পেপার রেখে তুলে রাখবো।

  7. 7

    তাহলে রের্ডি নিমকি।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
Cook Today
Mili DasMal
Mili DasMal @cook_24613507
Bilaspur(C.G)
Love Cooking 😍❤
আরও পড়ুন

Similar Recipes