বেগুন বাসন্তী(begun basonti recipe in Bengali)

Sreetama Das
Sreetama Das @cook_25927178

বেগুন বাসন্তী(begun basonti recipe in Bengali)

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
শেয়ার

উপকরণ

৩০ মিনিট
চারজন
  1. 5-6টামাঝারি মাপের সরু বেগুন
  2. স্বাদমতোলবণ
  3. 1 টেবিল চামচ হলুদ গুঁড়ো
  4. 1/2 টেবিল চামচ কালো সর্ষে
  5. 1/2 চা চামচহাফ টেবিল চামচ সাদা সরষে
  6. 1 টেবিল চামচ পোস্ত
  7. 7-8 টেবিল চামচসর্ষের তেল
  8. 1 টি টমাটো
  9. 1 টি শুকানো লঙ্কা
  10. 1/2 চা চামচ কালো জিরে
  11. 1/2 চা চামচগরম মসলার গুঁড়ো
  12. 4-5টা কাঁচা লঙ্কা
  13. 1 টেবিল চামচ ধনেপাতা কুচি

রান্নার নির্দেশ সমূহ

৩০ মিনিট
  1. 1

    প্রথমে বেগুনগুলো দু'টুকরো করে একদম বোটা পর্যন্ত লম্বা করে কেটে লবণ হলুদ মাখিয়ে সরষের তেলে দুই পিঠ ভালো করে ভেজে নিতে হবে।

  2. 2

    এবার সাদা সরষে, কালো সরষে ও পোস্ত প্রথমে শুকনো মিক্সিতে এক-দুবার ঘুরিয়ে নিতে হবে, তারপর তাতে টমেটো কাঁচা লঙ্কা দিয়ে একটি মিহি পেস্ট বানিয়ে নিতে হবে।

  3. 3

    এবার কড়াইতে 2 টেবিল চামচ সর্ষের তেল দিয়ে তাতে একটি শুকনো লঙ্কা ও কালো জিরে ফোড়ন দিয়ে মসলার পেস্ট টি দিয়ে দিতে হবে তাতে প্রয়োজনমতো লবণ ও হলুদ গুঁড়ো দিয়ে মসলাটিকে ৪-৫ মিনিট ধরে ভালো করে কষিয়ে নিতে হবে।

  4. 4

    মসলাটি ভালো করে কষানো হয়ে গেলে, তাতে আগে থেকে ভেজে রাখা বেগুন গুলো দিয়ে মসলার সাথে ভালো করে মিশিয়ে নিতে হবে। সবশেষে সামান্য গরম মসলার গুঁড়ো ধনেপাতা কুচি ও কাঁচা লঙ্কা দিয়ে ৫ মিনিট ঢাকা দিয়ে রাখতে হবে । গরম গরম ভাতের সাথে বা পরোটার সাথে পরিবেশন করলে দারুন লাগবে।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
Cook Today
Sreetama Das
Sreetama Das @cook_25927178

Similar Recipes