ড্রাই ফ্রুটস কেক(Dry fruits cake recipe in Bengali)

Sutapa Chakraborty
Sutapa Chakraborty @cook_19287221

#GA4
#Week9
এবারের শব্দের ধাঁধা থেকে আমি ময়দা ও ড্রাই ফ্রুটস শব্দ দুটি নিয়ে বানিয়ে ফেলেছি ড্রাই ফ্রুটস কেক।আজ তারই রেসিপি বলবো তোমাদের।

ড্রাই ফ্রুটস কেক(Dry fruits cake recipe in Bengali)

#GA4
#Week9
এবারের শব্দের ধাঁধা থেকে আমি ময়দা ও ড্রাই ফ্রুটস শব্দ দুটি নিয়ে বানিয়ে ফেলেছি ড্রাই ফ্রুটস কেক।আজ তারই রেসিপি বলবো তোমাদের।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
শেয়ার

উপকরণ

১৫+৪৫মিনিট
৫-১০জন
  1. ১টি বড় কফি-মাগ ময়দা
  2. ৩/৪কাপ(কফি মাগের)চিনি গুঁড়ো
  3. ১/২কাপ রিফাইন্ড অয়েল(কফি মাগের)
  4. ৩টি ডিম
  5. ১/২চা চামচ ভ্যানিলা এসেন্স
  6. ১/২চা চামচ দারুচিনির গুঁড়ো
  7. ১চা চামচবেকিং পাউডার
  8. ১/২চা চামচ বেকিং সোডা
  9. ১/২কাপ দুধ(চায়ের কাপ)
  10. ২টেবিল চামচ আমূল পাউডার
  11. ১/৪চা চামচনুন
  12. প্রয়োজন অনুযায়ী কাজু-কিসমিস-আমান্ড কুচি
  13. পরিমাণ মতকেক টিন ব্রাশ করে নেওয়ার জন্য সামান্য সাদা তেল ও ময়দা

রান্নার নির্দেশ সমূহ

১৫+৪৫মিনিট
  1. 1

    মাইক্রোওয়েভ প্রি-হিট করে নেব প্রথমে 180℃এ কনভেকসন মোডে।হয়ে গেলে সুইচ বন্ধ করে জোগাড় করে নেব সব।

  2. 2

    চালুনিতে চেলে নেব একসাথে ময়দা,নুন,বেকিং পাউডার ও সোডা, দারচিনি গুঁড়ো,আমূল পাউডার সব কিছু।রেখে দেব সাইড করে।

  3. 3

    একটা পাত্রে রিফাইন্ড অয়েল নিয়ে তার মধ্যে ভেঙে দেব এক একটা ডিম ও ফেটিয়ে নেব তারপর।এইভাবে তিনটে ডিম মেশানো হয়ে গেলে চিনির গুঁড়ো দিয়ে দেব ও ফেটিয়ে নেব খুব ভালো করে।ভ্যানিলা এসেন্স মিশিয়ে দেব এই সময়েই।সব কিছু হ্যান্ড হুইস্ক দিয়ে ফেটানোর ফলে একটা ক্রিমি ভাব আসবে এই ব্যাটারে।এবারে আলতো করে মিশিয়ে দেব দুধ।

  4. 4

    খুব অল্প অল্প করে হাতায় তুলে ব্যাটারের সঙ্গে মিশিয়ে দেব চেলে রাখা ময়দা।সাবধানতার সঙ্গে করতে হবে এই কাজ যেন ব্যাটারের ক্রিম নষ্ট না হয়ে যায়।

  5. 5

    কেক টিনে ব্রাশ করে নেব সামান্য সাদা তেল।তার উপরে ময়দার গুঁড়ো ছড়িয়ে নেব,এক্সট্রা ময়দা ফেলে দেব।এর ফলে কেককে ডিমোল্ড করতে সুবিধা হবে।আমি তিনটি কেক বানিয়েছি এই পরিমাণ ব্যাটার থেকে; একটি বড় হলেও দুটি ছোট কাপকেকের মতো।ময়দা ছড়ানো কেক টিনের উপরে ঢেলে দিতে হবে এই ব্যাটার।পুরো ভর্তি করে নয়; উপরের২৫%ফাঁকা রেখে।

  6. 6

    এবারে কেক টিনকে তিনবার টোকা মেরে সমান করে নেওয়ার পর উপর দিয়ে ছড়িয়ে দিয়েছি নিজের মনের মতো ড্রাই ফ্রুটস।

  7. 7

    মাইক্রোওভেনে লো র্যাকের উপরে বসিয়ে দেওয়া হল এই তিনটি কেক টিন 180℃এ কনভোকেশন মোডে 40মিনিটসের জন্য দেওয়া হল প্রথমে।তারপর নাহলে আরও পাঁচ মিনিট করে বাড়িয়ে যেতে হবে ও দেখে নিতে হবে হয়েছে কিনা!খুব বেশি হলে ১০মিনিট আরও লাগতে পারে।

  8. 8

    সুইচ বন্ধ করে বার করে নেব কেকটিন।ঠান্ডা হলে একটা ছুরি দিয়ে চারধার কেটে ডিমোল্ড করে নেব একে একটা ডিশের উপরে।(ছবিতে দেখানো হল)

  9. 9

    প্রস্তুত আমাদের আজকের রেসিপি ড্রাই ফ্রুটস কেক।অতি উত্তম খেতে।

  10. 10

    হট কেক সার্ভ করে দাও চা বা কফির সাথে।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
Cook Today
Sutapa Chakraborty
Sutapa Chakraborty @cook_19287221

মন্তব্যগুলি (38)

Similar Recipes