ফুলকপির পকোড়া (Fulkopir Pakoda recipe in Bengali)

Runu Chowdhury
Runu Chowdhury @cook_20969727

#GA4
#Week10
শীতকাল দরজায় টোকা দিতে পারে যখন তখন আর আমিও নানা রকম পকোড়া তৈরির জন্য কোমড় বেঁধে ফেলেছি। এই সপ্তাহের ধাঁধা থেকে ফুলকপি বেছে নিয়েছি সুতরাং ফুলকপির পকোড়া বানিয়ে এক ঢিলে দুই পাখি মারা হলো। গোল্ডেন অ্যাপ্রন ১০ এর থিম অনুযায়ী রান্না ও সাথে সাথে সন্ধ্যের চা আর পকোড়া। বাকি অনুভব বন্ধু আপনারা বুঝে নিন।

ফুলকপির পকোড়া (Fulkopir Pakoda recipe in Bengali)

#GA4
#Week10
শীতকাল দরজায় টোকা দিতে পারে যখন তখন আর আমিও নানা রকম পকোড়া তৈরির জন্য কোমড় বেঁধে ফেলেছি। এই সপ্তাহের ধাঁধা থেকে ফুলকপি বেছে নিয়েছি সুতরাং ফুলকপির পকোড়া বানিয়ে এক ঢিলে দুই পাখি মারা হলো। গোল্ডেন অ্যাপ্রন ১০ এর থিম অনুযায়ী রান্না ও সাথে সাথে সন্ধ্যের চা আর পকোড়া। বাকি অনুভব বন্ধু আপনারা বুঝে নিন।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
শেয়ার

উপকরণ

৮ মিনিট
৩ জন
  1. ৮-৯ টিফুলকপির টুকরো
  2. ১কাপবেসন
  3. ১/২চা চামচজোয়ান
  4. ১/৮চা চামচহলুদ
  5. ১/২ চা চামচ বা স্বাদ মতলঙ্কা গুঁড়ো
  6. স্বাদমতোনুন
  7. পরিমান মতোভাজার জন্য তেল
  8. প্রয়োজন অনুযায়ীপছন্দসই চাটনি বা সস
  9. পরিমান মতো জল
  10. পরিমাণ মতোতেল ভাজার জন্য

রান্নার নির্দেশ সমূহ

৮ মিনিট
  1. 1

    ফুলকপির টুকরো নিয়েছি। বেসন এ হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, জোয়ান ও নুন যোগ করেছি।

  2. 2

    বেসন এ পরিমান মতো জল মিশিয়ে একটি ব্যাটার বানিয়ে নিয়েছি ফুলকপির ওপর লেপটে নেওয়ার মতো। ব্যাটার একটু ঘন করতে হবে নাহলে ফুলকপি তে ধরে থাকবে না।

  3. 3

    কড়া তে তেল গরম করে ডুবো তেলে ভেজে নিয়েছি ফুলকপির পকোড়া। তেল গরম করে মাঝারি আঁচে দুই পিঠ সোনালী লাল করে ভেজে নিতে হবে। তেল ঝরিয়ে তুলে নিয়ে চাটনি বা সস এর সাথে পরিবেশন করবো।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
Cook Today
Runu Chowdhury
Runu Chowdhury @cook_20969727
আমি রান্না নিয়ে অনেক রকম ঘরোয়া গবেষনা করতে ভালোবাসি। প্রথাগত রান্না আমার খুবই প্রিয়। রান্নাবান্না আমার কয়েকটি সখের মধ্যে অন্যতম একটি।
আরও পড়ুন

Similar Recipes