ফুলকপি আলুর ডালনা(foolkopir dalna recipe in bengali)

Sujatamani Sarkar
Sujatamani Sarkar @cook_20981620

#GA4
#Week10
Puzzle থেকে আমি কলিফ্লাওয়ার বেছে নিয়ে রেসিপি করেছি।

ফুলকপি আলুর ডালনা(foolkopir dalna recipe in bengali)

#GA4
#Week10
Puzzle থেকে আমি কলিফ্লাওয়ার বেছে নিয়ে রেসিপি করেছি।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
শেয়ার

উপকরণ

  1. ১ টি ফুলকপি
  2. ৪ টি আলু মাঝারি মাপের
  3. প্রয়োজন মতো তেল
  4. ১ চা চামচ হলুদ গুঁড়ো
  5. ১ চা চামচ লঙ্কা গুঁড়ো
  6. ১ চা চামচ জিরে গুঁড়ো
  7. ১ চা চামচ পাঁচফোড়ন
  8. স্বাদ মতো লবণ
  9. প্রয়োজন অনুযায়ী বাদাম
  10. ২ টি তেজপাতা
  11. স্বাদ মতো কাঁচা লঙ্কা
  12. 1 টুকরোআদা
  13. ২ টেবিল চামচ ধনে পাতা কুচি

রান্নার নির্দেশ সমূহ

  1. 1

    আলু ও কপি কেটে নিতে হবে।

  2. 2

    সাথে মসলা গুছিয়ে নিতে হবে।

  3. 3

    কড়াইতে তেল দিয়ে আলু ও কপি ভেজে তুলে নিতে হবে।আদা কাঁচা লঙ্কা বেটে নিতে হবে।

  4. 4

    এরপর ওই কড়াইতে তেজপাতা, পাঁচ ফোড়ন দিয়ে আদা,বাদাম,কাঁচা লঙ্কা বাটা,জিরে গুঁড়ো,লবণ, হলুদ,লঙ্কা গুঁড়ো আর সামান্য জল দিয়ে কষা তে হবে।

  5. 5

    এবার ভেজে রাখা আলু দিয়ে আরো কিছুক্ষণ কষা তে হবে।

  6. 6

    তেল ছেড়ে এলে ফুলকপি দিয়ে সামান্য জল দিয়ে ঢাকা দিয়ে রান্না করতে হবে ২-৩ মিনিট।এরপর ধনে পাতা কুচি ছড়িয়ে দিলেই তৈরি ফুলকপির ডালনা।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
Cook Today
Sujatamani Sarkar
Sujatamani Sarkar @cook_20981620

Similar Recipes