ফুলকপির পকোড়া (phoolkopo pakoda recipe in Bengali)

Subinay Majumder
Subinay Majumder @cook_26217936
Kolkata

#GA4
#Week24
এই সপ্তাহের ধাঁধাঁ থেকে আমি ফুলকপি বেছে নিলাম। ফুলকপির পকোড়া সন্ধ্যেবেলা র জলখাবারের জন্য একদম উপযুক্ত

ফুলকপির পকোড়া (phoolkopo pakoda recipe in Bengali)

#GA4
#Week24
এই সপ্তাহের ধাঁধাঁ থেকে আমি ফুলকপি বেছে নিলাম। ফুলকপির পকোড়া সন্ধ্যেবেলা র জলখাবারের জন্য একদম উপযুক্ত

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
শেয়ার

উপকরণ

৩০ মিনিট
৬-৮ জন
  1. ১ টা মাঝারি আকারের ফুলকপি
  2. ৬ টা রসুন কুচি করে কাটা
  3. ১ টা বড় পেঁয়াজ কুচি
  4. ৪ টে কাঁচালঙ্কা
  5. ১ টেবিল চামচ আদা বাটা
  6. ১ টা মাঝারি আকারের টমেটো ছোট ছোট টুকরো করে কাটা
  7. ১ চা চামচ লঙ্কা গুঁড়ো
  8. ১ চা চামচ জিরে গুঁড়ো
  9. ১ চা চামচ ধনে গরম মসলা গুঁড়ো
  10. ১ চা চামচ চাটমশলা
  11. প্রয়োজন অনুযায়ীধনেপাতা কুচি
  12. ১ টা ডিম
  13. ১/৪ কাপ ময়দা
  14. ২ টেবিল চামচ কর্ণ ফ্লাওয়ার
  15. ১ চা চামচ বেকিং পাউডার
  16. স্বাদমতোনুন
  17. পরিমাণ মতভাজার জন্য রিফাইন্ড তেল

রান্নার নির্দেশ সমূহ

৩০ মিনিট
  1. 1

    ফুলকপি গুলো ছোট ছোট টুকরো করে কেটে নিতে হবে। এরপর তাতে ১/২ চা চামচ নুন দিয়ে ভালো করে মিশিয়ে একটা কড়াইতে দিয়ে মিনিট ৩-৪ ঢাকা দিয়ে ভাপিয়ে নিতে হবে।

  2. 2

    এরপর একটা পাত্রে ফুলকপি গুলো নিয়ে তাতে একে একে রসুন কুচি, পেঁয়াজ কুচি,আদা বাটা, কাঁচালঙ্কা কুচি, টমেটো কুচি,জিরে গুঁড়ো, গরম মসলা গুঁড়ো, চাট মসলা ও ধনেপাতা কুচি দিয়ে ভালো করে মিশিয়ে নিতে হবে।

  3. 3

    এরপর তাতে ডিম, ময়দা, কর্ণ ফ্লাওয়ার, নুন, বেকিং পাউডার দিয়ে ভালো করে মিশিয়ে নিতে হবে।

  4. 4

    এরপর একটা কড়াইতে তেল গরম করে ঐ মিশ্রণ থেকে ছোটো বলের মতো তৈরি করে ডুবো তেলে হালকা বাদামি হওয়া পর্যন্ত ভাজতে হবে।
    একবার ভাজা হয়ে গেলে তুলে নিয়ে বাকি গুলো ও ভেজে নিতে হবে।
    পরে আবার সব পকোড়া গুলো কে আরো একবার ভাজতে হবে ‌, মানে ডবল ফ্রাই হবে।

  5. 5

    গরম গরম চা বা কফির সঙ্গে দারুন লাগবে।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
Cook Today
Subinay Majumder
Subinay Majumder @cook_26217936
Kolkata

মন্তব্যগুলি

Swati Bharadwaj
Swati Bharadwaj @explorefoodwithSwati
Baah!! Sundor hoyeche recipe ta!!👍
Presentation tao besh gochhano👏
👌
Amio kichhu notun recipe try korechi parle dekhe like comment dio. Bhalo lagle onusoron o korte paro👍👍

Similar Recipes