কুমড়োর ছক্কা (kumror chokka recipe in Bengali)

সুতপা(রিমি) মণ্ডল
সুতপা(রিমি) মণ্ডল @cook_24881445
দওপুকুর

#GA4
#Week11
#Pumpkin
GA4-এর Week11-এর ধাঁধার তালিকা থেকে আমি আজ #Pumpkin_বিষয়টিকে বেছে নিয়ে তা দিয়ে একটা রেসিপি তৈরি করলাম। এটি লুচি, পরোটা বা রুটির সাথে খেতে ভালো লাগবে।।

কুমড়োর ছক্কা (kumror chokka recipe in Bengali)

#GA4
#Week11
#Pumpkin
GA4-এর Week11-এর ধাঁধার তালিকা থেকে আমি আজ #Pumpkin_বিষয়টিকে বেছে নিয়ে তা দিয়ে একটা রেসিপি তৈরি করলাম। এটি লুচি, পরোটা বা রুটির সাথে খেতে ভালো লাগবে।।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
শেয়ার

উপকরণ

৩০-৪০মিনিট
৪জন
  1. ১/২কুমড়ো (ডুমো ডুমো করে কাটা),
  2. ২টোআলু (ডুমো ডুমো করে কাটা),
  3. ১কাপকাঁচা ছোলা
  4. ১কাপ পেঁয়াজ কুচি
  5. ১ চা চামচ আদা বাটা
  6. ১চা চামচপাঁচফোড়ন
  7. ১-২টোশুকনো লঙ্কা
  8. ১চা চামচকাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো
  9. ১টাতেজপাতা
  10. স্বাদ মতোচিনি
  11. ১চা চামচহলুদ গুঁড়ো
  12. স্বাদ মতোনুন
  13. ১চা চামচ ধনে ও জিরে গুঁড়ো
  14. ১ টেবিল চামচঘি
  15. পরিমাণ মতোসর্ষের তেল
  16. পরিমাণ মতোজল

রান্নার নির্দেশ সমূহ

৩০-৪০মিনিট
  1. 1

    প্রথমে, কুমড়ো ও আলু কেটে ধুয়ে নিন ভালো করে। তারসঙ্গে, আগের দিন রাতে ছোলা ভিজিয়ে রাখুন।।

  2. 2

    এরপর, কড়াইতে পরিমাণ মতো তেল দিয়ে তাতে তেজপাতা, পাঁচফোড়ন, কুচানো পিঁয়াজ আর শুকনো লঙ্কা দিয়ে ভেজে নিন একটু লালচে করে।।

  3. 3

    এবার,এতে কেটে রাখা কুমড়ো আর আলু আর ভেজানো ছোলা দিয়ে ভালো ভাবে ভেজে নিন, ৫-৭মিনিট মতো।।

  4. 4

    ৫-৭মিনিট ভাজার পর, এতে পরিমাণ মতো আদা বাটা, নুন, হলুদ গুঁড়ো দিয়ে খুব ভালো করে কষিয়ে নিন মাঝারি আঁচে ৩-৪ মিনিট মতো।।

  5. 5

    ৫-৭মিনিট কষানোর পর, আন্দাজ মতো জল দিয়ে ঢাকা দিয়ে দিন ১০মিনিট মতো।।

  6. 6

    ১০মিনিট পর, ঢাকা খুলে দেখে নিন, জল কমে এলে আর সব উপকরণ ভালোভাবে সেদ্ধ হলে, ধনে ও জিরে গুঁড়ো দিয়ে আর ওপর থেকে ঘি দিয়ে নামিয়ে পরিবেশন করুন, লুচি, রুটি পরোটার সাথে,গরম গরম কুমড়োর ছক্কা।।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
Cook Today
সুতপা(রিমি) মণ্ডল
দওপুকুর
খেতে খুব একটা ভালো না বাসলেও রান্না করে খাওয়াতে ভীষন ভালোবাসি। সব সময় নতুন কিছু করার চেষ্টা করি। তাছাড়া বিভিন্ন সৃজন মূলক কাজে নিজেকে ব্যস্ত রাখি।
আরও পড়ুন

Similar Recipes