কুমড়োর ছক্কা(kumror chokka recipe in Bengali)

Sushmita Ghosh
Sushmita Ghosh @cook_24869581

#GA4
#week11
কুমড়োর ছক্কা একটি চিরাচরিত নিরামিশ বাংলা রান্না।।

কুমড়োর ছক্কা(kumror chokka recipe in Bengali)

#GA4
#week11
কুমড়োর ছক্কা একটি চিরাচরিত নিরামিশ বাংলা রান্না।।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
শেয়ার

উপকরণ

২৫ মিনিট
৬ জন
  1. ৫০০ গ্রাম কুমড়ো
  2. ২টি মাঝারি আলু
  3. ২ ইঞ্চি আদার টুকরো
  4. ২টি কাঁচা লঙ্কা
  5. ২৫ গ্রাম ছোলা
  6. ২ টেবিল চামচ নারকেল কোরা
  7. ৫০ গ্রামসর্ষের তেল
  8. ২টি তেজপাতা
  9. ১ চা চামচ পাঁচ ফোড়ন
  10. ২ চা চামচ হলুদ গুঁড়ো
  11. ১/২ চা চামচ ধনে গুঁড়ো
  12. ১ চা চামচ জিরা গুঁড়ো
  13. স্বাদ অনুসারেনুন
  14. স্বাদ অনুসারেচিনি
  15. ৪টি শুকনো লঙ্কা
  16. ১ চা চামচ গোটা জিরা
  17. ১ চা চামচ গোটা ধনে
  18. ১ চা চামচ ঘি

রান্নার নির্দেশ সমূহ

২৫ মিনিট
  1. 1

    প্রথমে কড়াইতে ৫০ গ্রাম সরষের তেল দিয়ে গরম হয়ে এলে কুমড়ো দিয়ে তারমধ্যে স্বাদ অনুসারে নুন ও এক চা চামচ হলুদ গুঁড়ো দিয়ে ভেজে ফেলুন।

  2. 2

    এবার ওই তেলেই এক চা চামচ পাঁচ ফোড়ন, দুটি তেজপাতা ও দুটি শুঁকনো লঙ্কা দিয়ে আলুগুলো ভেঁজে নিন স্বাদ অনুসারে নুন ও এক চা চামচ হলুদ গুঁড়ো দিয়ে।

  3. 3

    হালকা ভাজা হয়ে এলে ভিজিয়ে রাখা ছোলা দিয়ে দুই মিনিটের জন্য হালকা ফেল্মে রেখে দিন। এরপর দুই টেবিল চামচ কোড়া নারকেল দিয়ে দিন তাতে আরো দুই মিনিটের জন্য।

  4. 4

    এবার আদা বাটার মধ্যে হাফ চা চামচ হলুদ গুঁড়ো, এক চা চামচ জিরা গুঁড়ো ও হাফ চা চামচ ধনে গুঁড়ো দিয়ে মিশিয়ে নিয়ে কড়াইতে দিয়ে দিন।

  5. 5

    পাঁচ মিনিট পর মশলা কষে গেলে কুমড়োগুলো ও দুটি কাঁচা লঙ্কা দিয়ে দিন। আর সাথে স্বাদ অনুসারে নুন ও চিনি দিয়ে দিন।

  6. 6

    এরপর পর্যাপ্ত পরিমাণ জল দিয়ে ঢাকনা চাপা দিয়ে দিন ৮-৯ মিনিটের জন্য।

  7. 7

    অন্য একটি কড়াইতে এক চা চামচ গোটা জিরা, এক চা চামচ গোটা ধনে ও দুটি শুঁকনো লঙ্কা শুকনো খোলায় ভেজে গুঁড়ো করে নিন।

  8. 8

    সবশেষে ওই ভাজা মশলা ও এক চা চামচ ঘি দিয়ে নামিয়ে ফেলুন কুমড়োর ছক্কা।।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
Cook Today
Sushmita Ghosh
Sushmita Ghosh @cook_24869581

Similar Recipes