মুড়িঘন্ট (murighonto recipe in bengali)

Nandini Mukherjee Ghosh
Nandini Mukherjee Ghosh @Nandini_94

মুড়িঘন্ট (murighonto recipe in bengali)

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
শেয়ার

উপকরণ

৩০ মিনিট
২-৩ জন
  1. ১কাপ গোবিন্দভোগ চাল
  2. ১ টা কাতলা মাছের মাথা
  3. ১টাপেঁয়াজ কুচি
  4. ১চা চামচআদা + রসুন বাটা
  5. ১ চা চামচ গোটা গরম মশলা
  6. ২টোতেজপাতা
  7. ১টাশুকনো লঙ্কা
  8. ২টোকাঁচালঙ্কা
  9. ১চা চামচজিরের গুঁড়ো
  10. ১/২ চা চামচহলুদ গুঁড়ো
  11. ১/২ চা চামচলঙ্কার গুঁড়ো
  12. স্বাদমতোনুন
  13. স্বাদমতোচিনি
  14. ১চা চামচগরম মশলা
  15. ১চা চামচঘি
  16. প্রয়োজন মতোসরষের তেল
  17. ২কাপ জল

রান্নার নির্দেশ সমূহ

৩০ মিনিট
  1. 1

    প্রথমে মাছের মাথা ধুয়ে নুন হলুদ মাখিয়ে ভেজে নেব। চাল ধুয়ে জল ঝরিয়ে রাখব।

  2. 2

    এবার কড়াইতে ১ চামচ মতো তেল গরম করে চাল টা ৩-৪ মিনিট মতো ভেজে সরিয়ে রাখব।

  3. 3

    কড়াইতে তেল গরম করে সব ফোড়ন দিয়ে পেয়াজ কুচি দেব। একটু ফ্রাই করে আদা রসুন বাটা দেব। ভাজা হলে সব গুড়ো মশলা দেব। অল্প জল দিয়ে কষাব। মাছের মাথা দিয়ে আবার কষাব।

  4. 4

    হয়ে গেলে চাল টা দিয়ে দেব। নেড়েচেড়ে ২ কাপ গরম জল দেব। নুন দেব। কাচালংকা দেব। ১০ মিনিটের জন্য গ্যাস কম করে ঢাকা দিয়ে রাখব।

  5. 5

    ১০ মিনিট পর চাল সেদ্ধ হয়ে এলে চিনি দেব। মিশিয়ে ঘি গরম মশলা দিয়ে নামিয়ে নেব।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
Cook Today
Nandini Mukherjee Ghosh

Similar Recipes