মাছের মাথায় মুড়িঘন্ট (macher mathay muri ghanto recipe in Bengali)

Moushumi Banerjee
Moushumi Banerjee @cook_21207709
Kolkata

#আমারপ্রথমরেসিপি
#উত্তরবাংলার রান্নাঘর
#মাছের রেসিপি

মাছের মাথায় মুড়িঘন্ট (macher mathay muri ghanto recipe in Bengali)

#আমারপ্রথমরেসিপি
#উত্তরবাংলার রান্নাঘর
#মাছের রেসিপি

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
শেয়ার

উপকরণ

৩০ মিনিট
৩-৪ জনের
  1. ১ টা কাতলা মাছের মাথা
  2. ১টা মাঝারি আলু খোসা ছাড়িয়ে কুচনো
  3. ১টা মাঝারি পেঁয়াজ কুচোনো
  4. ৪ চা চামচ সর্ষের তেল
  5. ১ চা চামচ গাওয়া ঘি
  6. ১/৪ চা চামচ হলুদ গুঁড়ো
  7. ১/৪ চা চামচ জিরে গুঁড়ো
  8. ১/৪ চা চামচ গুঁড়ো গরম মশলা
  9. ১/৪ চা চামচকাশ্মীরী লাল লঙ্কার গুঁড়ো
  10. ১/২ চা চামচ চিনি
  11. ১/২ চা চামচ লবন
  12. ১ টি তেজপাতা
  13. ১ চিমটি গোটা জিরে
  14. ২ টো গোটা ছোটো এলাচা
  15. ১ টুকরোদারুচিনি
  16. ২ টোগোটা লবঙ্গ
  17. ৩ চা চামচ সুন্দর গন্ধযুক্ত গোবিন্দভোগ চাল।
  18. ২টো কাঁচালঙ্কা

রান্নার নির্দেশ সমূহ

৩০ মিনিট
  1. 1

    প্রথমে মাছের মুড়ো ভালো করে ধুয়ে লবন ও হলুদ মাখিয়ে নিতে হবে। এইবার কড়াইয়ে ৪চা চামচ সরষের তেল দিয়ে তেল গরম হলে মাছের মুড়ো তেলে দিয়ে ভালো করে ভেজে তুলে রাখতে হবে।

  2. 2

    এবার ঐ একই তেলে এক চুটকি গোটা জিরে, একটি তেজপাতা, ২টি গোটা ছোটো এলাচ, এক টুকরো দারুচিনি ও দুটি লবঙ্গ দিয়ে ভেজে পেঁয়াজ কুচি দিয়ে অল্প লাল করে ভেজে নিতে হবে।

  3. 3

    জল শুকিয়ে চাল সেদ্ধ হয়ে গেলে ১ চা চামচ ঘি, গুঁড়ো গরম মশলা, চিনি ও ২ টো কাঁচা লঙ্কা চেরা দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নামিয়ে পাত্রে ঢেলে ঢেকে রাখুন।

  4. 4

    লবন, মিষ্টি, ও ঝাল যে যার স্বাদ মত দিতে পারেন। তবে এই রান্নাটি একটু মিষ্টি স্বাদের হয়।গরম গরম পরিবেশন করবেন।

  5. 5

    এরপর আলু দিয়ে আরো কিছুক্ষন ভেজে ভালো করে ধুয়ে রাখা গোবিন্দভোগ চাল দিয়ে নেড়ে চেড়ে, লবন হলুদগুঁড়ো, আদাবাটা, জিরেগুঁড়ো, কাশ্মীরী লঙ্কার গুঁড়ো দিয়ে অল্প জল দিয়ে মশলা কষে মাছের মুড়ো ও এক কাপ জল দিয়ে ঢেকে দিতে হবে।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার

কুকস্ন্যাপগুলি

আপনি কি এই রেসিপিটি রেঁধেছেন ? আপনার সৃষ্টির একটি ছবি শেয়ার করুন!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan
Cook Today
Moushumi Banerjee
Moushumi Banerjee @cook_21207709
Kolkata

মন্তব্যগুলি

Similar Recipes