ভেজ স্যুপ উইথ রাইস নুডলস (Veg soup recipe in Bangali)

Sikha Mridha
Sikha Mridha @cook_20464097

#শীতকালীনস্যুপ

শীতকাল মানেই হরেক রকম খাওয়া দাওয়া। আর এই শীতকালে অনেক রকম সবজি পাওয়া যায়। আর শীতকাল মানেই একবাটি গরমা গরম স্যুপ। তাই একবাটি ভেজিটেবল স্যুপ যদি পাওয়া যায় তাহলে তো সোনায় সোহাগা। এই স্যুপের সঙ্গে নুডলসও মেশানো যেতে পারে। তাহলে একটা ফুলমিল হয়ে যায়।

ভেজ স্যুপ উইথ রাইস নুডলস (Veg soup recipe in Bangali)

#শীতকালীনস্যুপ

শীতকাল মানেই হরেক রকম খাওয়া দাওয়া। আর এই শীতকালে অনেক রকম সবজি পাওয়া যায়। আর শীতকাল মানেই একবাটি গরমা গরম স্যুপ। তাই একবাটি ভেজিটেবল স্যুপ যদি পাওয়া যায় তাহলে তো সোনায় সোহাগা। এই স্যুপের সঙ্গে নুডলসও মেশানো যেতে পারে। তাহলে একটা ফুলমিল হয়ে যায়।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
শেয়ার

উপকরণ

30 মিনিট
2 জন
  1. 1 কাপরাইস নুডুলস (ঐচ্ছিক)
  2. 1/2 কাপগাজর
  3. 1/2 কাপলাল ক্যাপ্সিকাম
  4. 1/2 কাপহলুদ ক্যাপ্সিকাম
  5. 1/2 কাপসবুজ ক্যাপ্সিকাম
  6. 1/2 কাপমটরশুটি
  7. 1/2 কাপবাঁধাকপি
  8. 1/2 কাপকর্ন
  9. 2 টিমাখন কিউব
  10. 1/2 চা চামচনুন
  11. 1/2 চা চামচচিনি
  12. 1 চামচগোলমরিচ গুঁড়ো
  13. 1টেবিল চামচ কর্নফ্লাওয়ার
  14. 1 চা চামচ রসুন কুচি

রান্নার নির্দেশ সমূহ

30 মিনিট
  1. 1

    সব সবজি ছোট করে কেটে, ধুয়ে রাখতে হবে ।ননস্টিক কড়াই গ্যাসে বসিয়ে গরম করে, মাখনের কিউব দিতে হবে।মাখন গলে গেলে রসুন কুঁচি দিয়ে ভাজতে হবে গোল্ডেন ব্রাউন করে ।

  2. 2

    এবার কুঁচোনো সবজি দিয়ে একটু নেড়ে আন্দাজ মতো জল দিতে হবে।

  3. 3

    এবার নুন, চিনি, গোলমরিচ গুঁড়ো দিয়ে একটু ঢাকা দিতে হবে। সবজি পুরো সেদ্ধ হবেনা।একটু ক্রানচিনেস থাকবে।এবার 1 টেবিল চামচ কর্নফ্লাওয়ার জলে গুলে সেদ্ধ সবজির মধ্যে দিয়ে নাড়িয়ে গ্যাস বন্ধ করতে হবে।

  4. 4

    কেউ চাইলে নুডুলস দিতে পারেন।আমি রাইস নুডলস দিয়েছি। এবার গরম গরম পরিবেশন করুন পুদিনা পাতা আর একটা মাখনের কিউব দিয়ে।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার

কুকস্ন্যাপগুলি

আপনি কি এই রেসিপিটি রেঁধেছেন ? আপনার সৃষ্টির একটি ছবি শেয়ার করুন!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan
Cook Today
Sikha Mridha
Sikha Mridha @cook_20464097

মন্তব্যগুলি (4)

Swati Bharadwaj
Swati Bharadwaj @explorefoodwithSwati
Unique and inoovative...
Best wishes...
Amio kichu notun try korechi dekhe bolbe to kemon laglo. Pochondo hole onusoron dio..💐

Similar Recipes