ভেজিটেবল স্যুপ(vegetable Soup recipe in Bengali)

Runta Dutta
Runta Dutta @cook_25782724

#GA4
#week 20
এই সপ্তাহের ধাঁধা থেকে আমি স্যুপ শব্দটি বেছে নিয়ে বানালাম ভেজিটেবল স্যুপ

ভেজিটেবল স্যুপ(vegetable Soup recipe in Bengali)

#GA4
#week 20
এই সপ্তাহের ধাঁধা থেকে আমি স্যুপ শব্দটি বেছে নিয়ে বানালাম ভেজিটেবল স্যুপ

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
শেয়ার

উপকরণ

৭ মিনিট
১ জন
  1. ১ টা মাঝারি সাইজের গাজর
  2. ৭-৮ টা বিন্স
  3. ১/ ১ চামচ রসুন কুচি
  4. ১ টা ছোট পেঁয়াজ কুচি
  5. ১ চা চামচবাটার
  6. ১/২ চা চামচ গোল মরিচ গুঁড়ো
  7. ১/২ চা চামচহলুদ গুঁড়ো
  8. স্বাদ অনুযায়ীনুন
  9. ১ চা চামচবাঁধাকপি কুচি
  10. ১ টা লঙ্কাকুচি
  11. ৩ চা চামচ কর্নফ্লাওয়ার
  12. ২ কাপ জল
  13. ৬-৭ টা মটরশুঁটি

রান্নার নির্দেশ সমূহ

৭ মিনিট
  1. 1

    প্রথমে সব্জি গুলো ধুয়ে ছোট করে কেটে নিতে হবে তারপর কনফ্লাওয়ার গুলে নিতে হবে আর গোলমরিচ গুঁড়ো করে নিতে হবে।

  2. 2

    এর পর কড়াতে বাটার দিয়ে রসুন আর পেঁয়াজ কুচি হালকা ভেজে সব্জি গুলো ছেড়ে নুন হলুদ দিয়ে ভালো ভাবে মিশিয়ে নেড়ে চেরে নিতে হবে তারপর জল দিয়ে দিতে হবে ।তারপর ২ মিনিট ফোটার পর কনফ্লাওয়ার গোলাটা ঢেলে দিতে হবে।

  3. 3

    তার পর আরো কিছুক্ষন ফুটিয়ে গোল মরিচ গুঁড়ো দিয়ে নামিয়ে নিতে হবে।

  4. 4

    তার পর গরম গরম পরিবেশন করতে হবে। সবার শেষে ধনে পাতা উপরে দিয়ে সাজিয়ে নিয়েছি।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
Cook Today
Runta Dutta
Runta Dutta @cook_25782724

Similar Recipes