ভেজ স্যুপ (veg soup recipe in Bengali)

বর্ণালী সিনহা
বর্ণালী সিনহা @barnali_Sinha
kolkata

#GA4
#WEEK20
এই সপ্তাহের ধাঁধা থেকে স্যুপ নিয়েছি।

ভেজ স্যুপ (veg soup recipe in Bengali)

#GA4
#WEEK20
এই সপ্তাহের ধাঁধা থেকে স্যুপ নিয়েছি।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
শেয়ার

উপকরণ

  1. ১ চা চামচ বাটার
  2. ১/২ চা চামচ গোলমরিচ গুঁড়ো
  3. ১চা চামচ বাঁধাকপি কুচি
  4. ১চা চামচ ফুলকপি কুচি
  5. ১ চা চামচ গাজর
  6. ১চা চামচ কড়াইশুঁটি
  7. ১ চা চামচ ক্যাপ্সিকাম
  8. প্রয়োজন মতঅল্প পালং শাক
  9. পরিমান মতোএকটু রসুন কুচি
  10. ১ টাপিয়াজ কুচি
  11. ১/২ চা চামচ আদা কুচি
  12. ১ চা চামচ অ্যরারুট
  13. ১/২ চা চামচ লবণ

রান্নার নির্দেশ সমূহ

  1. 1

    সব উপকরণ একসঙ্গে যোগাড় করে নিলাম।

  2. 2

    বাটার দিয়ে রসুন কুচি পিয়াঁজ আদা অল্প ভাজা করে নিতে হবে কিন্তু লাল যেনো না হয়

  3. 3

    এবার সব সবজি দিয়ে লো ফ্লেমে চাপা ভাজতে হবে।

  4. 4

    কাচা গন্ধ চলে গেলে জল দিয়ে লবণ ও গোলমরিচ দিতে হবে।

  5. 5

    সব সবজি সিদ্ধ হল অ্যারারুট গলা দিয়ে নারা চারা করে নামাতে হবে।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
Cook Today
বর্ণালী সিনহা
kolkata

Similar Recipes