মিষ্টি কুমড়োর পাট ভাজা(mishti kumrorpat bhaja recipe in Bengali)

Sreetama Das
Sreetama Das @cook_25927178

মিষ্টি কুমড়োর পাট ভাজা(mishti kumrorpat bhaja recipe in Bengali)

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
শেয়ার

উপকরণ

কুড়ি মিনিট
চারজন
  1. ১ টুকরো মিষ্টি কুমড়ো
  2. ৮ - ১০ টেবিল চামচ ময়দা
  3. ৭ -৮ টেবিল চামচ চালের গুঁড়ো
  4. স্বাদমতো লবণ
  5. প্রয়োজন অনুযায়ী হলুদ গুঁড়ো
  6. ১/২ চা চামচ কালো জিরে
  7. প্রয়োজন অনুযায়ী জল
  8. প্রয়োজন অনুযায়ীভাজার জন্য সাদা তেল বা সরষের তেল
  9. ১চিমটি খাওয়ার সোডা

রান্নার নির্দেশ সমূহ

কুড়ি মিনিট
  1. 1

    প্রথমে এক টুকরো মিষ্টি কুমড়ো নিয়ে সমান-সমান পাতলা পাতলা করে আয়তকার আকৃতিতে মিষ্টি কুমড়ো গুলো কেটে নিতে হবে ও ভালো করে ধুয়ে নিতে হবে।

  2. 2

    এবার একটি বাটিতে একে একে ময়দা, চালের গুঁড়ো লবণ, হলুদ, সামান্য কালো জিরে ও এক চিমটে খাওয়ার সোডা দিয়ে অল্প অল্প করে জল দিয়ে মিশিয়ে একটি স্মুথ ব্যটার বানিয়ে নিতে হবে।

  3. 3

    এবার কড়াইতে তেল দিয়ে, তেল গরম হলে মিষ্টি কুমড়োর টুকরোগুলো ব্যটারে ভালো করে ডুবিয়ে গরম তেলে ছেড়ে দিতে হবে।দুই পিঠ ভালো করে ভেজে তেল ঝরিয়ে অন্য পাত্রে তুলে নিতে হবে। তৈরি হয়ে গেল মিষ্টি কুমড়োর পাট ভাজা। এবার গরম গরম পরিবেশন করতে হবে।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
Cook Today
Sreetama Das
Sreetama Das @cook_25927178

Similar Recipes