ফ্রুট পোলাও (fruit polao recipe in bengali)

Soma Dutta
Soma Dutta @cook_27521851

#আহারের
ফ্রুট পোলাও একটি সুস্বাদু পদ। এটি একটি বাঙালি পদ। এই পদটিতে ফলের সব গুণগতমান বজায় থাকে। আমার বাড়ির সবাই এটি খুব পছন্দ করেন। আমি আপনাদের সাথে ফ্রুট পোলাও এর রেসিপি শেয়ার করবো।

ফ্রুট পোলাও (fruit polao recipe in bengali)

#আহারের
ফ্রুট পোলাও একটি সুস্বাদু পদ। এটি একটি বাঙালি পদ। এই পদটিতে ফলের সব গুণগতমান বজায় থাকে। আমার বাড়ির সবাই এটি খুব পছন্দ করেন। আমি আপনাদের সাথে ফ্রুট পোলাও এর রেসিপি শেয়ার করবো।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
শেয়ার

উপকরণ

30 মিনিট
4 জন
  1. 500 গ্রামগোবিন্দভোগ চাল
  2. 50 গ্রামকাজু
  3. 50 গ্রামকিশমিশ
  4. 50 গ্রামঘি
  5. 4টেবিল চামচ সাদা তেল
  6. 100 গ্রামচিনি
  7. স্বাদমতোলবণ
  8. 2 টুকরোদারুচিনি
  9. 4 টেছোটো এলাচ
  10. 4 টেলবঙ্গ
  11. 2 টোতেজপাতা
  12. 1/2 চা চামচজাফরান
  13. 1/2 চা চামচজয়ত্রী ও জায়ফল গুঁড়ো
  14. 1 টাআপেল
  15. 1 টাবেদনা
  16. 100 গ্রামচেরি
  17. 100 গ্রামআঙ্গুর

রান্নার নির্দেশ সমূহ

30 মিনিট
  1. 1

    প্রথমে গোবিন্দভোগ চাল টাকে ভালো করে ধুয়ে 15 মিনিট ভিজিয়ে রাখতে হবে । 15 মিনিট পর জল থেকে চাল তুলে শুকিয়ে নিতে হবে।

  2. 2

    গ্যাস জ্বালিয়ে হালকা আঁচে কড়াই গরম করে তাতে 50 গ্রাম ঘি ও 4 টেবিল চামচ সাদা তেল দিয়ে তার মধ্যে কাজু, কিসমিস দিয়ে ভাল করে ভেজে নিতে হবে।

  3. 3

    কড়াই থেকে কাজু কিসমিস তুলে নিয়ে তার মধ্যে তেজপাতা ও লবঙ্গ,এলাচ,দারুচিনি থেঁতো করে দিয়ে ভালো করে নেড়ে নিতে হবে।

  4. 4

    তারপর তার মধ্যে শুখিয়ে রাখা চাল দিয়ে 5 মিনিট ভালো করে নাড়তে হবে। তার মধ্যে 1/2 চা চামচ জাফরান জলে গুলে এর মধ্যে দিয়ে ভাল করে নাড়তে হবে।

  5. 5

    পরিমাণমতো গরম জল ও স্বাদমতো লবণ, চিনি দিয়ে ঢাকা দিয়ে দিতে হবে।

  6. 6

    15 মিনিট পর ঢাকনা খুলে ভাজা কাজু, কিসমিস দিয়ে দিয়ে দিতে হবে এবং 1/2 চা চামচ জয়ত্রী ও জায়ফল গুঁড়ো দিয়ে আলতোভাবে নেড়ে নিতে হবে।

  7. 7

    জল শুকিয়ে গেলে তারপর গ্যাস বন্ধ করে ঠান্ডা করে তার মধ্যে ছোট ছোট আকারে কেটে রাখা ফলগুলো মিশিয়ে ভালো করে নাড়তে হবে তাহলে তৈরি হয়ে যাবে ফ্রুট পোলাও। ফল দিয়ে সাজিয়ে পরিবেশন করুন ফ্রুট পোলাও।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার

কুকস্ন্যাপগুলি

আপনি কি এই রেসিপিটি রেঁধেছেন ? আপনার সৃষ্টির একটি ছবি শেয়ার করুন!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan
Cook Today
Soma Dutta
Soma Dutta @cook_27521851

মন্তব্যগুলি (3)

Similar Recipes