মিষ্টি কুমড়োর কাটলেট। (mishti kumror cutlet recipe in Bengali)

Moumita Mou Banik
Moumita Mou Banik @cook_25729127

#GA4
#Week11
এই সপ্তাহের ধাঁধা থেকে আমি কুমড়ো বেছে নিয়ে বানিয়ে ফেললাম মিষ্টি কুমড়োর কাটলেট যা কিনা নিরামিষ দিনে সান্ধ্যকালীন স্ন্যাকস হিসাবে খুব ভালো যায়।

মিষ্টি কুমড়োর কাটলেট। (mishti kumror cutlet recipe in Bengali)

#GA4
#Week11
এই সপ্তাহের ধাঁধা থেকে আমি কুমড়ো বেছে নিয়ে বানিয়ে ফেললাম মিষ্টি কুমড়োর কাটলেট যা কিনা নিরামিষ দিনে সান্ধ্যকালীন স্ন্যাকস হিসাবে খুব ভালো যায়।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
শেয়ার

উপকরণ

৩০মিনিট
৫-৬জন
  1. ১ চা চামচ কালো সর্ষে
  2. ১০টা কারি পাতা
  3. ৪-৫ টি লাল সবুজ কাঁচা লঙ্কা
  4. ১ টি পেঁয়াজ কুচি
  5. ১০০ গ্রাম কুমড়ো
  6. ১ চা চামচ হলুদ গুঁড়ো
  7. ১চা চামচ লঙ্কার গুঁড়ো
  8. স্বাদমতোনুন
  9. ২ টেবিল চামচ ব্রেড ক্রাম্বস
  10. ৫ টেবিল চামচ সুজি
  11. ৬ টেবিল চামচ তেল

রান্নার নির্দেশ সমূহ

৩০মিনিট
  1. 1

    প্রথমে কড়াইয়ে অল্প তেল দিয়ে তার মধ্যে ফোড়ন হিসাবে কারি পাতা ও কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। তারপর কুচোনো পেঁয়াজ দিয়ে দিলাম। তারপর সেটাকে হালকা ভেজে নিলাম।

  2. 2

    তারপর সমস্ত উপকরণ গুলোর মধ্যে কালো সর্ষে দিয়ে আগে থেকে হালকা ভাপিয়ে নেওয়া কুমড়ো দিয়ে দিলাম।তারপর সেটিকে নাড়াচড়া করে নিয়ে তার মধ্যে হলুদ গুরো লঙ্কার গুরো দিয়ে দিলাম।

  3. 3

    তারপর ভালোভাবে মিশিয়ে নিয়ে ডালকাটার সাহায্যে ভালোভাবে ঘেঁটে নিলাম যাতে জিনিসটা পুরো ভালোভাবে মেখে যায়।

  4. 4

    এরপর সেটিকে একটি থালায় তুলে নিয়ে ভালোভাবে হাতের সাহায্যে চেপে নিলাম।

  5. 5

    এবং এরপর এর মধ্যে ব্রেডক্রাম্বস দিয়ে ভালোভাবে মেখে শক্ত করে নিলাম।

  6. 6

    এবার হতে তেল বুলিয়ে সেই মিশ্রণ থেকে একে একে কাটলেট এর মতন করে কেটে নিয়ে সেই কাটলেট গুলোকে সুজির মধ্যে এপিট অপিট কোট করে নিলাম।

  7. 7

    এবার কড়াইয়ে ছাঁকা তেলে ভেজে নিলেই তৈরি হতে গেলো আমাদের গরম গরম মিষ্টি কুমড়োর কাটলেট।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
Cook Today
Moumita Mou Banik
Moumita Mou Banik @cook_25729127
https://youtube.com/channel/UCABSUUVzRymZFYb7mW2lySA
আরও পড়ুন

Similar Recipes