কুমড়োর বড়া (kumror Bora Recipe in Bengali)

Antara Roy
Antara Roy @Antara_1990
Kolkata

#GA4
#Week11

এই সপ্তাহের ধাঁধার থেকে আমি কুমড়ো নিয়ে কুমড়োর বড়া বানিয়েছি। যখন কখনো হালকা কিছু খেতে ইচ্ছে করে অথবা বেগুনী বা আলুর বড়া একঘিয়ে লাগে তখন কুমড়ো দিয়ে এই ভাবে সন্ধ্যে বেলা বা দুপুরের আহারে বানিয়ে থাকি।

কুমড়োর বড়া (kumror Bora Recipe in Bengali)

#GA4
#Week11

এই সপ্তাহের ধাঁধার থেকে আমি কুমড়ো নিয়ে কুমড়োর বড়া বানিয়েছি। যখন কখনো হালকা কিছু খেতে ইচ্ছে করে অথবা বেগুনী বা আলুর বড়া একঘিয়ে লাগে তখন কুমড়ো দিয়ে এই ভাবে সন্ধ্যে বেলা বা দুপুরের আহারে বানিয়ে থাকি।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
শেয়ার

উপকরণ

১৫ মিনিট
২ জন
  1. ৬ টেবিল চামচ বেসন
  2. ১.৫ চা চামচ চালের গুঁড়ো
  3. ১/২ চা চামচ হলুদ গুঁড়ো
  4. ১/২ চা চামচ শুকনো লঙ্কা গুঁড়ো
  5. ১/৮ চা চামচ কালো জিরে
  6. ১/৮ চা চামচ জোয়ান
  7. ১ চিমটি খাবার সোডা
  8. ১/২ চা চামচ চিনি
  9. স্বাদ মতনুন
  10. ১ চিমটি বীট নুন
  11. প্রয়োজন মতসাদা তেল
  12. প্রয়োজন মতজল

রান্নার নির্দেশ সমূহ

১৫ মিনিট
  1. 1

    কুমড়ো পাতলা পাতলা পিস করে কেটে ধুয়ে নুন মাখিয়ে নিতে হবে। আর বেসনের মধ্যে তেল, বিট নুন, আর চালের গুরো বাদে একে একে সব মশলা দিয়ে ভালো করে মিশিয়ে নিতে হবে ।

  2. 2

    সব মিশিয়ে অল্প অল্প করে জল দিয়ে একটা বেটার বানাতে হবে, লক্ষ্য রাখতে হবে যাতে চিনির দানা গুলো গোলে যায়।

  3. 3

    এবার বেটার টা ৫ মিনিট ঢাকা দিয়ে রাখতে হবে। তারপর ঢাকা খুলে ওরমধ্যে চালের গুরো দিয়ে ভালো করে ফেটিয়ে নিতে হবে।

  4. 4

    এবার কড়াইতে ভালো করে তেল গরম করে মাঝারি বা কম আঁচে কুমড়োর টুকরো গুলো এক এক করে বেটার এ ডুবিয়ে তেলে এপিঠ ওপিঠ করে লালচে করে ভেজে তুলে ওপর দিয়ে একটু বিট নুন ছড়িয়ে নিলেই রেডি কুমড়োর বড়া।

  5. 5

    ভাত ডালের সাথে এই বড়া, বা সন্ধ্যে বেলা মুড়ির সাথে খাওয়া যেতে পারে। আমি মুড়ির সাথে সার্ভ করেছি।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
Cook Today
Antara Roy
Antara Roy @Antara_1990
Kolkata

Similar Recipes