লটের পপকর্ন(Loter Popcorn recipe in Bengali)

Sikha Mridha
Sikha Mridha @cook_20464097

#উইন্টারস্ন্যাক্স

স্ন্যাকস খেতে আমরা সবাই পছন্দ করি।শীতকালের সন্ধ্যেবেলা এই ধরনের স্ন্যাকস আর ধনে, পুদিনা পাতার চাটনি হলে আর কিছুই চাইনা।লটের এই অভিনব রেসিপিটি সত্যিই মুখে লেগে থাকার মতো।

লটের পপকর্ন(Loter Popcorn recipe in Bengali)

#উইন্টারস্ন্যাক্স

স্ন্যাকস খেতে আমরা সবাই পছন্দ করি।শীতকালের সন্ধ্যেবেলা এই ধরনের স্ন্যাকস আর ধনে, পুদিনা পাতার চাটনি হলে আর কিছুই চাইনা।লটের এই অভিনব রেসিপিটি সত্যিই মুখে লেগে থাকার মতো।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
শেয়ার

উপকরণ

1 ঘন্টা
4 জন
  1. 500 গ্রামলটে মাছ
  2. 200 গ্রামসাদা তেল
  3. 100 গ্রামচালের গুঁড়ো
  4. 2টেবিল চামচ কর্নফ্লাওয়ার
  5. 1 কাপপিঁয়াজ কুঁচি
  6. 5 টাকাঁচা লঙ্কা কুঁচি
  7. 1 কাপধনে পাতা কুঁচি
  8. 2টেবিল চামচ সাদা তিল
  9. 1টেবিল চামচ রসুন বাটা
  10. 1 চা চামচলঙ্কা গুঁড়ো
  11. 1 চা চামচচিকেন মসলা গুঁড়ো
  12. 2 চা চামচলেবুর রস
  13. 1/2 চা চামচ নুন
  14. 1/4 চা চামচচিনি
  15. 1/4চা চামচহলুদ গুঁড়ো

রান্নার নির্দেশ সমূহ

1 ঘন্টা
  1. 1

    লটে মাছ পরিস্কার করে ছোট করে কেটে, ধুয়ে নিয়ে নুন আর লেবুর রস মেখে রাখতে হবে 30 মিনিট।

  2. 2

    এরপর পিঁয়াজ কুঁচি, ধনেপাতা কুঁচি, রসুন বাটা,কাঁচা লঙ্কা কুঁচি, নুন,চিনি,লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো,চিকেন মসলা গুঁড়ো সব একসঙ্গে মেখে নিয়ে সাদা তিল আর চালের গুঁড়ো আর কর্নফ্লাওয়ার মিশিয়ে মাখতে হবে।বেশ আঠালো মাখাটা হবে।

  3. 3

    কড়াইতে সাদা তেল দিয়ে গরম করে ছোট ছোট পপকর্ণের মতো আকারে ভেজে নিতে হবে। গোল্ডেন ব্রাউন করে ভেজে, পছন্দ মতো সসের সঙ্গে পরিবেশন করতে হবে

  4. 4
রেসিপি এডিট করুন
See report
শেয়ার

কুকস্ন্যাপগুলি

আপনি কি এই রেসিপিটি রেঁধেছেন ? আপনার সৃষ্টির একটি ছবি শেয়ার করুন!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan
Cook Today
Sikha Mridha
Sikha Mridha @cook_20464097

Similar Recipes