ফিসফ্রাই (fish fry recipe in bengali)

Probal Ghosh
Probal Ghosh @coralinfinityfoodies
kolkata

#উইন্টারস্ন্যাক্স
শহুরে বাঙালীর চিরকালের প্রিয় স্ন্যাক্স হল ফিসফ্রাই । যেকোনো অনুষ্ঠানে ফিসফ্রাই এর কদরই আলাদা । আর সেইকথা মাথায় রেখেই শীতের সন্ধ্যায় মুখরোচক স্ন্যাক্স হিসেবে তৈরী করেছি ফিসফ্রাই ।

ফিসফ্রাই (fish fry recipe in bengali)

#উইন্টারস্ন্যাক্স
শহুরে বাঙালীর চিরকালের প্রিয় স্ন্যাক্স হল ফিসফ্রাই । যেকোনো অনুষ্ঠানে ফিসফ্রাই এর কদরই আলাদা । আর সেইকথা মাথায় রেখেই শীতের সন্ধ্যায় মুখরোচক স্ন্যাক্স হিসেবে তৈরী করেছি ফিসফ্রাই ।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
শেয়ার

উপকরণ

৪৫ মিনিট
৩ জন
  1. ৬ পিস ভেটকী ফিলেট (পরিস্কার করে ধোয়া ও জল ঝরানো)
  2. ২ কাপ বিস্কিটের গুঁড়ো
  3. ২ টেবিল চামচ আদা-রসুন বাটা
  4. ১ টেবিল চামচ কাঁচালংকা বাটা
  5. ১ টেবিল চামচ ধনেপাতা কুচোনো
  6. পাতিলেবুর রস
  7. ৩ টি ডিমের গোলা
  8. ১ টেবিল চামচ গোলমরিচ গুঁড়ো
  9. পরিমান মতোসাদা তেল (ভাজার জন্য)
  10. স্বাদমতোনুন

রান্নার নির্দেশ সমূহ

৪৫ মিনিট
  1. 1

    প্রথমে (পরিস্কার করে ধোয়া ও জল ঝরানো)৬ পিস ভেটকী ফিলেট কে ১ টি পাতিলেবুর রস দিয়ে মাখাতে হবে । এবার তাতে ২ টেবিল চামচ আদা-রসুন বাটা দিতে হবে ।

  2. 2

    এরপর ১ টেবিল চামচ কাচালংকা বাটা দিয়ে ভাল করে ফিলেটের গায়ে মাখাতে হবে ।এবার তাতে ১ টেবিল চামচ ধনেপাতা কুচোনো দিতে হবে ।

  3. 3

    তারপর ১ টেবিল চামচ গোলমরিচ গুঁড়ো ও স্বাদমতো নুন মেশাতে হবে। এবার মশলাতে ম্যারিনেট করা একটি করে ফিলেট নিয়ে বিস্কিটের গুড়োতে দুপিঠ মাখিয়ে নিতে হবে ।

  4. 4

    বিস্কিটের গুঁড়ো মাখানো ফিলেটগুলো ডিমের গোলাতে ডুবিয়ে নিয়ে আরেকবার বিস্কিটের গুঁড়ো দিয়ে মাখিয়ে হাতের ও ছুরির সাহায্যে চৌকোন আকার দিতে হবে ।এইভাবে গড়ে রাখা কাঁচা ফিসফ্রাইগুলো ১০ মিনিট ফ্রিজারে রেখে সেট হতে দিতে হবে ।

  5. 5

    ১০ মিনিট পর ফ্রিজারের থেকে বের করে কাঁচা ফিসফ্রাইগুলো গরম সাদা তেলে ভাজতে হবে ।

  6. 6

    দুপিঠ বাদামী করে ভেজে আম-কাসুন্দির সাথে পরিবেশন করতে হবে গরম-গরম ফিসফ্রাই ।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
Cook Today
Probal Ghosh
Probal Ghosh @coralinfinityfoodies
kolkata

Similar Recipes