বেবি-পপকর্ন ফ্রাই(স্ন্যাকস)(Baby popcorn fry recipe in Bengali)

Sutapa Chakraborty
Sutapa Chakraborty @cook_19287221

এটি একটি সান্ধ্যকালীন স্ন্যাকস ,যা চায়ের সাথে বা এমনিই গল্প করার সময় মুখ চালানোয় এর কোনো জবাব নেই।

বেবি-পপকর্ন ফ্রাই(স্ন্যাকস)(Baby popcorn fry recipe in Bengali)

এটি একটি সান্ধ্যকালীন স্ন্যাকস ,যা চায়ের সাথে বা এমনিই গল্প করার সময় মুখ চালানোয় এর কোনো জবাব নেই।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
শেয়ার

উপকরণ

20মিনিটস
তিনজনের
  1. 8 টাবেবিকর্ন
  2. 1টেবিল চামচ আদা রসুন পেস্ট
  3. 2টেবিল চামচ লাল লঙ্কার গুঁড়ো
  4. 3 চা চামচগোলমরিচ গুঁড়ো
  5. 1 চা চামচভিনিগার
  6. 1টেবিল চামচ গার্লিক চিলি সস
  7. 1টেবিল চামচ লেবুর রস
  8. 4টেবিল চামচ কর্নফ্লাওয়ার
  9. 4টেবিল চামচ ময়দা
  10. 1 চা চামচবেকিং পাউডার
  11. 1 চা চামচঅরিগ্যানো
  12. 1 টাডিম
  13. 2টেবিল চামচ জল
  14. স্বাদ অনুযায়ী নুন
  15. 2 কাপসাদা তেল (ভাজার জন্য)

রান্নার নির্দেশ সমূহ

20মিনিটস
  1. 1

    বেবিকর্ন গুলো জল দিয়ে ধুয়ে সামান্য জল ও নুন দিয়ে কুকারে দুটো সিটি মেরে সেদ্ধ করে নিতে হবে।

  2. 2

    এবারে ভালো করে জল ঝরিয়ে বেবিকর্ন গুলোকে ছোট ছোট টুকরোর আকারে গোল করে কেটে নিতে হবে। নিজের ইচ্ছে অনুযায়ী সাইজ করলেই হবে।তবে যেহেতু পপকর্ন, তাই বেশি বড় আকারের হবে না।

  3. 3

    এবারে এগুলোকে 1টেবিলচামচ আদা-রসুন পেস্ট,1টেবিলচামচ শুকনো লঙ্কার গুঁড়ো,2 চা চামচ গোলমরিচ গুঁড়ো, ভিনিগার 1চা চামচ, চিলি গার্লিক সস 1টেবিলচামচ,1টেবিলচামচ লেবুর রস ও স্বাদ অনুযায়ী নুন দিয়ে মাখিয়ে রেখে দিতে হবে নর্মাল ফ্রিজে 1ঘন্টার জন্য।

  4. 4

    এবারে একটা বাটিতে 1টা ডিম, সামান্য নুন ও 2 টেবিলচামচ জল দিয়ে ফেটিয়ে নিতে হবে।আরেকটা পৃথক জায়গায় ময়দা-কর্নফ্লাওয়ার-বেকিং পাউডার-লাল লঙ্কার গুঁড়ো(1টেবিলচামচ)-গোলমরিচ গুঁড়ো(1চা চামচ)-নুন-অরিগ্যানো দিয়ে একটা শুকনো মিক্স বানিয়ে রাখতে হবে।

  5. 5

    ফ্রিজ থেকে বেবিকর্ন গুলো বার করে এবারে প্রথমে ডিমের গোলায় চুবিয়ে পরে পাউডার মিক্স টায় ভালো করে ভরিয়ে তুলে নিতে হবে একটা শুকনো ট্রে তে।

  6. 6

    কড়াই এ অনেক টা সাদা তেল ঢেলে গরম হতে দিতে হবে।তারপর গ্যাসের পাওয়ার টা কমিয়ে এক এক করে ঐ তেলে ছেড়ে দিতে হবে এই বেবিকর্ন গুলো যেগুলোকে পপকর্ন এর মতো করে তৈরি করা হল।

  7. 7

    মাঝারি টু লো ফ্লেমে ভাজতে হবে এগুলো।মোটামুটি 4-5 মিনিট সময় ধরে ভাজতে হবে।হালকা লাল রঙ ধরলে তুলে নিতে হবে তেল থেকে।

  8. 8

    চাট মশলা ছড়িয়ে গরম গরম পরিবেশন করুন

রেসিপি এডিট করুন
See report
শেয়ার

কুকস্ন্যাপগুলি

আপনি কি এই রেসিপিটি রেঁধেছেন ? আপনার সৃষ্টির একটি ছবি শেয়ার করুন!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan
Cook Today
Sutapa Chakraborty
Sutapa Chakraborty @cook_19287221

মন্তব্যগুলি

Similar Recipes