শ্যামা চালের পোলাও(shyama chaler polau recipe in Bengali)

প্রিয়াঙ্কা দত্ত
প্রিয়াঙ্কা দত্ত @priyanka123
GOBARDANGA

শ্যামা চালের পোলাও(shyama chaler polau recipe in Bengali)

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
শেয়ার

উপকরণ

4জন
  1. 250 গ্রামশ্যামা চাল
  2. 1 টাগাজর কুচি
  3. 100 গ্রামবিন্সকুচি
  4. 1/2ক্যাপ্সিকাম কুচি
  5. 1 টাআলু ছোট টুকরো করা
  6. 50 গ্রামচীনাবাদাম
  7. 25 গ্রামকিসমিস
  8. 2 টেবিল চামচচিনি
  9. স্বাদমতোনুন
  10. স্বাদমতোলঙ্কা কুচি
  11. 1 চা চামচকাশ্মীরি লঙ্কা গুঁড়ো
  12. 2 চা চামচহলুদ
  13. 1 চা চামচজিরে গুঁড়ো
  14. 2 টেবিল চামচআদা বাটা
  15. স্বাদ মতোলঙ্কা বাটা
  16. 3 টেবিল চামচঘি
  17. 1 টেবিল চামচবিরিয়ানি মশলা
  18. 2 টেবিল চামচতেল
  19. প্রয়োজন অনুযায়ীফুলকপি টুকরো করা
  20. 1 টাতেজপাতা
  21. পরিমাণ মতোদারচিনি

রান্নার নির্দেশ সমূহ

  1. 1

    প্রথমে কড়াইতে তেল গরম করে টুকরো করে আলু ও চিনা বাদাম ভেজে তুলে রাখতে হবে।

  2. 2

    ওই তেলে 3 টেবিল চামচ ঘি দিয়ে দারচিনি ফরণ দিয়ে সমস্ত টুকরো করে কাটা সবজি দিয়ে কিছুক্ষণ ভাজতে হবে।

  3. 3

    অন্যদিকে একটি বাটিতে সমস্ত মশলা নুন দিয়ে সামান্য জল দিয়ে মেখে চালের সাথে ভালো করে মাখিয়ে নিতে হবে।

  4. 4

    এরপর ওই ভাজা সবজির মধ্যে ওই মশলা মাখা চাল,ক্যাপ্সিকাম,করাইসুটি,ও ভেজে রাখা আলু ও বাদাম দিয়ে ভালো করে নাড়িয়ে মিশিয়ে নিতে হবে।

  5. 5

    চাল একটু ভাজা ভাজা হলে তেজপাতা ও কিশমিশ দিয়ে আবার একটু মিশিয়ে নিতে হবে।

  6. 6

    এরপর বিরিয়ানি মশলা দিয়ে মিশিয়ে 300 মিলি জল দিয়ে আঁচ কমিয়ে ঢাকা দিয়ে অপেক্ষা করতে হবে।

  7. 7

    জল শুকিয়ে এলে চাল সিদ্ধ হয়ে গেলে উপর থেকে ঘি ছড়িয়ে গরম পরিবেশন করুন।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার

কুকস্ন্যাপগুলি

আপনি কি এই রেসিপিটি রেঁধেছেন ? আপনার সৃষ্টির একটি ছবি শেয়ার করুন!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan
Cook Today
প্রিয়াঙ্কা দত্ত
GOBARDANGA
আমি রান্না করতে খুব খুব ভালোবাসি
আরও পড়ুন

Similar Recipes