বাসমতী চালের পোলাও(basmoti chaler polau recipe in bengali)

Sangita Dhara(Mondal)
Sangita Dhara(Mondal) @cook_24719349

#ebook2
নববর্ষ তথা যেকোনো শুভ অনুষ্ঠানে পোলাও খাওয়া হয়। পোলাও সাধারণত গোবিন্দভোগ চালের হয়। আমি বাসমতী চাল দিয়ে করলাম ।

বাসমতী চালের পোলাও(basmoti chaler polau recipe in bengali)

#ebook2
নববর্ষ তথা যেকোনো শুভ অনুষ্ঠানে পোলাও খাওয়া হয়। পোলাও সাধারণত গোবিন্দভোগ চালের হয়। আমি বাসমতী চাল দিয়ে করলাম ।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
শেয়ার

উপকরণ

1ঘন্টা 30মিনিট
4জনের জন্য
  1. 500 গ্রামবাসমতী চাল
  2. 4টেবিল চামচ ঘি
  3. 2টেবিল চামচ কাজুবাদাম ও কিসমিস
  4. 4টি কাঁচা লঙ্কা
  5. 1টেবিল চামচ আদা বাটা
  6. 1/2 চা চামচহলুদ গুঁড়ো
  7. 3টি তেজপাতা
  8. 4টি ছোট এলাচ
  9. 4টি লবঙ্গ
  10. 2 ইঞ্চিদারচিনি
  11. 1/2 চা চামচগোটা গোলমরিচ
  12. স্বাদ মতো নুন ও চিনি

রান্নার নির্দেশ সমূহ

1ঘন্টা 30মিনিট
  1. 1

    চাল খুব ভালো করে ধুয়ে তারপর জলে ভিজিয়ে রাখতে হবে 20মিনিট ।

  2. 2

    জল একেবারে ঝরিয়ে তুলে নিতে হবে এবং 1টেবিল চামচ ঘি ও হলুদ গুঁড়ো মাখিয়ে নিয়ে আরও 15 মিনিট রেখে দিতে হবে ।

  3. 3

    এবার কড়াইতে 2টেবিল চামচ ঘি দিয়ে তাতে কাজুবাদাম ও কিসমিস দিয়ে ভেজে তুলে নিতে হবে ।

  4. 4

    এবার কড়াইয়ের বাকি ঘিয়ে গোটা গরম মশলা, তেজপাতা ও গোটা গোল মরিচ ফোড়ন দিয়ে হলুদ মাখিয়ে রাখা চাল দিয়ে তাতে আদা বাটা দিয়ে ভেজে নিতে হবে ।

  5. 5

    চাল ভাজা হয়ে গেলে যতটা পরিমাণ চাল তার দ্বিগুণ পরিমাণ গরম জল দিয়ে দিতে হবে এবং পরিমাণ মতো নুন ও চিনি এবং কাজুবাদাম ও কিসমিস ও
    কাঁচা লঙ্কা দিয়ে দিতে হবে ।

  6. 6

    এবার ঢাকা দিয়ে প্রথমে মাঝারি আঁচে 10 মিনিট এবং পরে কম আঁচে 5-10 মিনিট রেখে দিতে হবে ।

  7. 7

    এরপর ঢাকা খুলে 1 টেবিল চামচ ঘি ছড়িয়ে ভালো ভাবে নেড়েচেড়ে আবারও 10 মিনিট ঢাকা দিয়ে গ্যাস বন্ধ করে দিয়েছি । যাতে পুরোপুরি ঝরঝরে হয়ে যায় ।

  8. 8

    এবার গরম গরম পরিবেশনের পালা ।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার

কুকস্ন্যাপগুলি

আপনি কি এই রেসিপিটি রেঁধেছেন ? আপনার সৃষ্টির একটি ছবি শেয়ার করুন!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan
Cook Today
Sangita Dhara(Mondal)
Sangita Dhara(Mondal) @cook_24719349

Similar Recipes