শ্রীলঙ্কান পেপার চিকেন(Srilankan Pepper Chicken Recipe In Bengali)

Anupama Paul
Anupama Paul @cook_021992
serampore

শ্রীলঙ্কান পেপার চিকেন(Srilankan Pepper Chicken Recipe In Bengali)

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
শেয়ার

উপকরণ

১৫-২০ মিনিট
  1. ৩০০ গ্রাম চিকেন
  2. ১ টি মাঝারি পেঁয়াজ কুচি
  3. ১ চা চামচ আদা রসুন একসাথে বাটা
  4. ১-২ টি কাঁচালঙ্কা কুচি
  5. ১০ টি কারিপাতা
  6. ১/৪ চা চামচ গোটা সর্ষে
  7. ১/৪ চা চামচ হলুদ গুঁড়ো
  8. ১ চা চামচ গোল মরিচ গুঁড়ো
  9. ১/৪ চা চামচ/স্বাদ অনুযায়ী নুন
  10. ২ চা চামচ সাদা তেল
  11. ১ চা চামচ লেবুর রস
  12. ১/৪ কাপ +১ টেবিল চামচ গরম জল
  13. প্রয়োজন অনুযায়ীশ্রীলঙ্কান কারি পাওডার
  14. ১ টেবিল চামচ লবঙ্গ
  15. ১ টেবিল চামচ গোটা জিরে
  16. ১ টেবিল চামচ গোটা কালো সর্ষে
  17. ১ টেবিল চামচ গোটা গোল মরিচ
  18. ১ টেবিল চামচ গোটা মৌরি
  19. ১০ টা ছোট এলাচ এর দানা
  20. ৪টি শুকনো লঙ্কা
  21. ১০-১২ টি কারি পাতা
  22. ১টি বড়ো টুকরো দারুচিনি
  23. ১ টেবিল চামচ বাসমতী চাল

রান্নার নির্দেশ সমূহ

১৫-২০ মিনিট
  1. 1

    প্রথমে চিকেন নুন হলুদ মাখিয়ে ৩০ মিনিটের জন্য রেখে দিতে হবে।

  2. 2

    এরপর শ্রীলঙ্কান কারি পাওডার বানানোর জন্য চাল ছাড়া সব উপকরণ একসাথে তাওয়াতে ভেজে নিয়ে হালকা ঠাণ্ডা হলে চাল এবং বাকি সব একসাথে গুঁড়িয়ে নিতে হবে।

  3. 3

    এরপর কড়াইতে তেল দিয়ে তেল গরম হলে গোটা সরষে কারিপাতা ফোড়ন দিতে হবে।

  4. 4

    ফোড়ন ভাজা হলে পিয়াজ কুঁচি এবং কাঁচালঙ্কা কুঁচি দিয়ে ভাজতে হবে।

  5. 5

    পিয়াজ হালকা লাল হলে আদা রসুন বাটা দিয়ে ১-২ মিনিট ভাজতে হবে যাতে কাঁচা গন্ধ চলে যায়।

  6. 6

    এরপর ১ বড়ো চামচ শ্রীলঙ্কান কারি পাওডার ও গোল মরিচ গুঁড়ো এবং ১ বড়ো চামচ গরম জল দিয়ে ২-৩ মিনিটের জন্য কসতে হবে।

  7. 7

    এরপর মশলা কসা হলে ওতে ম্যারিনেট করা চিকেন দিয়ে ৪-৫ মিনিটের জন্য কসতে হবে।

  8. 8

    এরপর ১/৪ কাপ গরম জল দিয়ে ঢাকা দিয়ে রান্না করতে হবে যাতে চিকেন সেদ্ধ হয়ে যায়।

  9. 9

    এরপর চিকেনের জল শুকনো হলে এবং তেল ছেড়ে দিলে গ্যাস বন্ধ করে লেবুর রস ছড়িয়ে দিলেই তৈরী।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার

কুকস্ন্যাপগুলি

আপনি কি এই রেসিপিটি রেঁধেছেন ? আপনার সৃষ্টির একটি ছবি শেয়ার করুন!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan
Cook Today
Anupama Paul
Anupama Paul @cook_021992
serampore

Similar Recipes