চিকেন মহারানী (Chicken Maharani Recipe in Bengali)

Antara Roy
Antara Roy @Antara_1990
Kolkata

#GA4
#Week15
চিকেনের একটি খুব সুস্বাদু রেসিপি এটি, একটু রিচ। যেকোনো অনুষ্ঠানে এটা বানিয়ে পরিবেশন করা যেতে পারে।

চিকেন মহারানী (Chicken Maharani Recipe in Bengali)

#GA4
#Week15
চিকেনের একটি খুব সুস্বাদু রেসিপি এটি, একটু রিচ। যেকোনো অনুষ্ঠানে এটা বানিয়ে পরিবেশন করা যেতে পারে।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
শেয়ার

উপকরণ

১ ঘ: ৩০ মিনিট
৪-৫ জন
  1. ১.৫ মাঝারি পেঁয়াজ এর বেরেস্তা
  2. ১.৫ মাঝারি সাইজের পেঁয়াজ টুকরো
  3. ১ ইঞ্চি আদা টুকরো
  4. ১২-১৪ কোয়া রসুন
  5. ৭০০ গ্রাম মাংস
  6. ৩-৪ টে কাঁচা লঙ্কা
  7. ৫-৬ টা আমন্ড বাদাম
  8. ৫-৬ টা কাজু বাদাম
  9. ৫ টেবিল চামচ টক দই
  10. ১০-১২ টা গোলমরিচ
  11. ৩-৪ টে গোটা শুঁকনো লঙ্কা
  12. ১ চা চামচ গোটা ধনে
  13. ১ চা চামচ গোটা জিরে
  14. ৩টে গোটা এলাচ
  15. ১ চা চামচ কাসোরি মেথি ড্রাই রোস্ট করা
  16. প্রয়োজন মতসাদা তেল
  17. ১ চা চামচ ঘী(অপশনাল)
  18. ৩ টে লবঙ্গ
  19. ১ টুকরো দারুচিনি
  20. ১ টুকরো জয়িত্রী
  21. ১ টা জায়ফল এর ৪ ভাগের ১ভাগ
  22. ১.২ চা চামচ মৌরি
  23. স্বাদ মত নুন

রান্নার নির্দেশ সমূহ

১ ঘ: ৩০ মিনিট
  1. 1

    মাংসটা ধুয়ে নুন, হলুদ, তেল মাখিয়ে রেখে দিতে হবে কম করে ১ঘন্টা

  2. 2

    পেঁয়াজ আদা আর রসুন একটু জল দিয়ে ফাইন পেস্ট করে নিতে হবে।

  3. 3

    বাদা পেঁয়াজ বেরেস্তা ভেজে ঠাণ্ডা করে বাদাম গুলো কিছুক্ষন গরম জলে ভিজিয়ে রেখে তুলে নিয়ে টকদই দিয়ে সব কিছু একসাথে ফাইন পেস্ট করে নিতে হবে

  4. 4

    এরপর গোটা মশলা গুলো ড্রাই রোস্ট করে মিক্সিতে এমন ভাবে গুঁড়ো করতে হবে যাতে একদম পাউডার না হয়ে যায়

  5. 5

    এবার কড়াইতে প্রয়োজন মত সাদা তেল এবং এক চা চামচ ঘি গরম করে তাতে গোটা তেজপাতা ও গোটা জিরে হাফ চা চামচ, গোটা গরম মশলা ফোড়ন পেঁয়াজ এর পেষ্ট দিয়ে কষিয়ে তেল ছাড়তে শুরু করলে মাংস দিয়ে ভালো করে মিশিয়ে দশ মিনিট ঢাকা দিয়ে রান্না করে নিতে হবে।

  6. 6

    এবার বাদামের পেস্ট কাচা লঙ্কা দিয়ে ভালো করে মিশিয়ে কিছুক্ষন রান্না করে এবার মশলা গুঁড়ো আর নুন দিয়ে ভালো করে মিশিয়ে ঢাকা দিয়ে আরো দশ মিনিট কষিয়ে মাংস টা পুরো সেদ্ধ করে নিতে হবে

  7. 7

    এবার ঢাকা খুলে হাফ কাপ জল দিয়ে সব কিছু ভালো করে মিশিয়ে ফুটে উঠলে মালাই বা ফ্রেশ ক্রীম, কাসৌরী মেথি গুঁড়া আর গরম মশলা গুঁড়া দিয়ে ঢাকা দিয়ে রেখে নামিয়ে ওপর দিয়ে একটু ধনে পাতা কুচি (অপশনাল) ছড়িয়ে নিলেই রেডী।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
Cook Today
Antara Roy
Antara Roy @Antara_1990
Kolkata

Similar Recipes