চিকেন দো পেঁয়াজা (chicken do pyaza recipe in Bengali)

Kuheli Basak
Kuheli Basak @cookwithkuheli
Kolkata

#GA4
#week15
এবারে আমি চিকেন বেছে নিয়েছি

চিকেন দো পেঁয়াজা (chicken do pyaza recipe in Bengali)

#GA4
#week15
এবারে আমি চিকেন বেছে নিয়েছি

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
শেয়ার

উপকরণ

  1. 500 গ্রামচিকেন
  2. 2 টিমাঝারি পেঁয়াজ মিহি কুচি
  3. 2 টিমাঝারি পেঁয়াজ বড়ো ডুমো কাটা
  4. 1 চা চামচআদা বাট
  5. 1চা চামচ রসুন বাটা
  6. 1 টিতেজপাতা
  7. 1 ইঞ্চিদারুচিনি
  8. 2 টিছোট এলাচ
  9. 2 টিশুকনো লঙ্কা
  10. 1/3 কাপটক দই
  11. 1 টিমাঝারি সাইজের টমেটো বাটা
  12. 1 চা চামচহলুদ গুঁড়ো
  13. 2 চা চামচলঙ্কা গুঁড়ো
  14. 1 চা চামচকাশ্মীরি লঙ্কা গুঁড়ো
  15. 1 চা চামচধনে গুঁড়ো
  16. 1 চা চামচজিরে গুঁড়া
  17. 1/2 চা চামচগরম মশলা গুঁড়ো
  18. স্বাদমতোনুন
  19. 4টেবিল চামচ তেল

রান্নার নির্দেশ সমূহ

  1. 1

    প্রথমে মাংস ভালো করে ধুয়ে জল ঝরিয়ে রাখতে হবে।

  2. 2

    এবার কড়াইতে তেল দিয়ে গরম হলে বড় করে কাটা পেঁয়াজ হালকা ভেজে তুলে নিতে হবে।

  3. 3

    এবার এবার ওই তেলে তেজপাতা, দারুচিনি, এলাচ, শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে মিহি কুচি পেঁয়াজ দিয়ে ভাজতে হবে। আদা রসুন বাটা দিয়ে একটু কষিয়ে চিকেন দিয়ে দিতে হবে।

  4. 4

    ওর মধ্যে টমেটো বাটা দিয়ে সামান্য কষিয়ে সমস্ত গুঁড়ো মশলা দিয়ে আরো ভালোভাবে কষাতে হবে। টক দই দিয়ে অনবরত কষাতে হবে কম আচে যাতে দই দানা দানা না হয়ে যায়। যতক্ষণ না তেল ছাড়তে শুরু করে ততক্ষণ কষাতে হবে।

  5. 5

    কিছুক্ষণ ঢাকা দিয়ে কম আঁচে রান্না করতে হবে এবং ভেজে রাখা পেঁয়াজ দিতে হবে ও ভাল করে নাড়িয়ে প্রয়োজন মতো গরম জল দিয়ে আবার ঢাকা দিয়ে রান্না করতে হবে মাংস সিদ্ধ হওয়া পর্যন্ত।

  6. 6

    ঢাকা খুলে ভালো করে নাড়িয়ে গ্যাস বন্ধ করে কিছুক্ষণ ঢাকা দিয়ে রাখতে হবে।তৈরি হয়ে গেল চিকেন দো পেঁয়াজা।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
Cook Today
Kuheli Basak
Kuheli Basak @cookwithkuheli
Kolkata
love to cook and learn different innovative recipes...
আরও পড়ুন

Similar Recipes