ডালমা (dalma recipe in Bengali)

Rajosri Das
Rajosri Das @cook_25712014

ডালমা (dalma recipe in Bengali)

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
শেয়ার

উপকরণ

  1. ১৫০ গ্রাম অড়হর ডাল
  2. ১০০ গ্রাম সব্জী কুচি
  3. ৩ টি টমেটো
  4. স্বাদ অনুযায়ী নুন
  5. ১/২ চা চামচ হলুদ
  6. ১ চা চামচ জিরে
  7. ১-২ টি তেজ পাতা
  8. ১/৪ চা চামচ হিং
  9. ১ টেবিল চামচ আদা বাটা
  10. ২ টেবিল চামচ চিনি
  11. ১/৪ কাপ নারকেল কোরা
  12. ২-৩ টেবিল চামচ ঘি
  13. পরিমাণ মতো জল
  14. ২-৩ টেবিল চামচ সাদা তেল

রান্নার নির্দেশ সমূহ

  1. 1

    প্রথমে কুকারে ডাল একটু নুন, হলুদ ও তেজ পাতা দিয়ে সিদ্ধ করতে হবে।

  2. 2

    সব সবজি মাঝারি আকারের কাটতে হবে ও টমেটো কুচি করতে হবে।

  3. 3

    কড়াইতে তেল গরম করে জিরে, ও হিং ফোড়ন দিয়ে টমেটো ছাড়া সব সবজিগুলো দিতে হবে।

  4. 4

    মাঝে মাঝে নাড়াচাড়া করে নুন ও হলুদ দিয়ে কষতে হবে ও ঢাকা দিতে হবে।

  5. 5

    এবার কিছুক্ষন পর সিদ্ধ ডাল দিতে হবে ও ডালের সঙ্গে সবজি কষতে হবে।

  6. 6

    সবজিগুলো নরম হলে টমেটোকুচি দিয়ে কষতে হবে।

  7. 7

    পরে আদা বাটা ও নারকেল কোরা দিয়ে কষতে হবে।

  8. 8

    কিছুক্ষন পর চিনি ও ঘি দিতে হবে ও ৫ মিনিট পর নামিয়ে নিতে হবে।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
Cook Today
Rajosri Das
Rajosri Das @cook_25712014

Similar Recipes