দুধ পুলি(doodh puli recipe in Bengali)

Indrani chatterjee
Indrani chatterjee @Indu_7278893948
Serampore

#সংক্রান্তির রেসিপি
একটি অতি প্রসিদ্ধ বাঙালি পিঠে র রেসিপি শেয়ার করলাম ।

দুধ পুলি(doodh puli recipe in Bengali)

#সংক্রান্তির রেসিপি
একটি অতি প্রসিদ্ধ বাঙালি পিঠে র রেসিপি শেয়ার করলাম ।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
শেয়ার

উপকরণ

৪০মিনিট
১জন
  1. ১/২কাপ চাল গুঁড়ো
  2. ১/৪চা চামচ নুন
  3. ১/২কাপ খেজুর গুড়
  4. ১/৩কাপ সুজি
  5. ১/২কাপ নারকেল কোরা
  6. ১/২লিটার দুধ
  7. ১/৪চা চামচ কেশর
  8. ১চা চামচ গোলাপ জল
  9. ১/২কাপ চিনি গুঁড়া

রান্নার নির্দেশ সমূহ

৪০মিনিট
  1. 1

    পুর তৈরী করতে হবে গুড়,সুজি ও নারকেল কোরা দিয়ে মিশ্র ন তৈরী করতে হবে ।

  2. 2

    চাল গুঁড়া গরম জলে গুলে নরম করে মেখে ছোট ছোট লেচি কেটে হাত পাতলা করে নিতে হবে ।

  3. 3

    দুধ খানিক টা ফুটলে তার মধ্যে চিনি দিয়ে ঘন করতে হবে ।

  4. 4

    তার মধ্যে পুর ভরে মুখ বন্ধ করে পরানত দুটি মুড়ে দু হাত দিয়ে উপর নীচে করে মসৃণ করে নিতে হবে ।

  5. 5

    এবার দুধে পুলি পিঠে গুলো দিয়ে নারতে শুরু করতে হবে হালকা করে ।

  6. 6

    উপর থেকে কেশর দুধ ছড়িয়ে দিয়ে মিশিয়ে দিতে হবে ও ঠান্ডা করে তুলে এনে পরিবেশ ন করতে হবে ।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
Cook Today
Indrani chatterjee
Indrani chatterjee @Indu_7278893948
Serampore

Similar Recipes