সিঙ্গারা (Samosa in Bengali Recipe)

Srimayee Mukhopadhyay
Srimayee Mukhopadhyay @cook_25187502

#GA4 #Week21 এই সপ্তাহের ধাঁধাঁ থেকে আমি (samosa) সিঙ্গারা শব্দটি বেছে নিয়েছি। আমি এখানে আলুর সিঙ্গারা বানিয়েছি।

সিঙ্গারা (Samosa in Bengali Recipe)

#GA4 #Week21 এই সপ্তাহের ধাঁধাঁ থেকে আমি (samosa) সিঙ্গারা শব্দটি বেছে নিয়েছি। আমি এখানে আলুর সিঙ্গারা বানিয়েছি।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
শেয়ার

উপকরণ

45 মিনিট
3 জন
  1. 2 কাপময়দা
  2. 5 টিআলু
  3. 3টেবিল চামচ ভাজা বাদাম
  4. 2 টিপেঁয়াজ কুঁচি
  5. 1/2টেবিল চামচ আদা কুঁচি
  6. 1 চা চামচ রসুন বাটা
  7. 1 টিটমেটো কুুচি
  8. 2 চিমটি বেকিং সোডা
  9. স্বাদমতোনুন
  10. পরিমাণ মতোতেল
  11. 2টেবিল চামচ ভাজা মশলা
  12. প্রয়োজন অনুযায়ীজল
  13. 2 টেবিল চামচ ধনেপাতা
  14. 1 চা চামচপাঁচফোড়ন
  15. 2 চা চামচধনে গুঁড়ো
  16. 1 চা চামচজিরে গুঁড়ো
  17. 2 চা চামচকাশ্মিরী লঙ্কা গুঁড়ো
  18. 1 চা চামচলঙ্কাগুঁড়ো

রান্নার নির্দেশ সমূহ

45 মিনিট
  1. 1

    প্রথমেই ময়দাতে নুন, তেল ও বেকিং সোডা মিশিয়ে নিয়ে মেখে 10 মিনিট ঢেকে রাখতে হবে। এবার ছোট ছোট লেচি কেটে নিতে হবে।

  2. 2

    আলু সেদ্ধ করে কুঁচি করে নিতে হবে।ভাঁজা মশলা মিক্সিতে গুঁড়িয়ে নিতে হবে।

  3. 3

    এবার কড়াইতে তেল ফোড়ন দিয়ে তাতে একে একে সমস্ত গুঁড়ো মশলা, পেঁয়াজ,আদা,রসুন ভেঁজে ভালো করে কষতে হবে।

  4. 4

    এবার মশলা কষা হলে আলু সেদ্ধ গোল টুকরো পিস করে দিয়ে কষতে হবে। কোষে শুকনো করে নিয়ে ভাজা বাদাম দিয়ে নেড়ে নিতে হবে।এবার একটি লেচি নিয়ে রুটির মতো বলে নিতে হবে।

  5. 5

    এবার রুটিটি কে ছুরি দিয়ে মাঝামাঝি কেটে নিয়ে, হাতে করে ত্রিকোনাকার / ত্রিভুজের মতো কোন করে তাতে আলুর পুরটি দিতে হবে ও সামান্য জল দিয়ে মুড়ে নিয়ে তেলে ভাজতে হবে।

  6. 6

    তাহলেই তৈরি সিঙ্গারা এবার সসের সাথে গরম গরম পরিবেশন করতে হবে।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
Cook Today
Srimayee Mukhopadhyay
Srimayee Mukhopadhyay @cook_25187502

Similar Recipes