সিঙ্গারা (Samosa recipe in Bengali)

শমীপর্ণা সাহা
শমীপর্ণা সাহা @Shamiparna_kitchen

সিঙ্গারা (Samosa recipe in Bengali)

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
শেয়ার

উপকরণ

১ঘন্টা
৫-৬জন
  1. ২টা আলু
  2. ২টা শুঁকনো লংকা
  3. ১চা চামচ পাঁচ ফোড়ন
  4. ২চা চামচ আদা বাটা
  5. স্বাদমত লবণ ও হলুদ
  6. ১চা চামচ জিরে গুঁড়ো
  7. ১চা চামচ লঙ্কা বাটা
  8. ৪-৫টা লঙ্কা কুচি
  9. ১/২কাপ চিনাবাদাম
  10. ২.৫কাপ ময়দা
  11. প্রয়োজন মতসাদাতেল
  12. পরিমান মতোজল

রান্নার নির্দেশ সমূহ

১ঘন্টা
  1. 1

    আলুগুলো ছোট করে কেটে সিদ্ধ করে নিন

  2. 2

    ২টা শুকনো লংকা ও ১চা চামচ পাঁচ ফোরন রোস্ট করে গুড়া করে নিন

  3. 3

    চিনা বাদাম ভেজে নিন

  4. 4

    করাইতে ১টেবিল চামচ তেল গরম করে গুড়া করা শুকনো লংকা ও পাচফোরন দিন

  5. 5

    ২চা চামচ আদা বাটা দিন

  6. 6

    মশলা ভাজা হলে সিদ্ধ আলু দিন

  7. 7

    স্বাদ মতো লবণ ও হলুদ,১চা চামচ লংকা বাটা,১চা চামচ জিরাগুঁড়া,৪-৫টা লংকা কুচি দিন

  8. 8

    ১/২কাপ চিনাবাদাম ভাজা মিশিয়ে দিন

  9. 9

    ২.৫কাপ ময়দা নিয়ে ১/২চাচামচ লবণ, ৫চাচামচ সাদাতেল দিয়ে ভালো করে ময়ম দিন

  10. 10

    অল্প অল্প জল দিয়ে শক্ত করে মাখুন

  11. 11

    ছোট গুলি করে ওভাল আকারে বেলুন

  12. 12

    মাঝখানে চাকু দিয়ে কাটুন

  13. 13

    ভিতরে পুর ভরে সামসার আকার দিন

  14. 14

    ডুবো তেলে মিডিয়াম ফ্লেমে উল্টে পাল্টে ভাজুন

  15. 15

    গরম গরম পরিবেশন করুন

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
Cook Today
শমীপর্ণা সাহা

Similar Recipes