তরকারি স্টাফড রোল(Tarkari stuffed role recipe in Bengali)

Jyoti Santra
Jyoti Santra @Jyoti1996
Antisara, Hooghly

#GA4
#week21

ফুলকপি মটরশুঁটির একঘেয়ে তরকারি ভালো না লাগলে অথবা আগের রাত্রিতে যদি তরকারি বেঁচে যায় ওই তরকারি দিয়ে বানিয়ে ফেলুন একটা চটজলদি ব্রেকফাস্ট রেসিপি।।

তরকারি স্টাফড রোল(Tarkari stuffed role recipe in Bengali)

#GA4
#week21

ফুলকপি মটরশুঁটির একঘেয়ে তরকারি ভালো না লাগলে অথবা আগের রাত্রিতে যদি তরকারি বেঁচে যায় ওই তরকারি দিয়ে বানিয়ে ফেলুন একটা চটজলদি ব্রেকফাস্ট রেসিপি।।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
শেয়ার

উপকরণ

৪০ মিনিট
  1. রুটি বানানোর জন্য
  2. ২কাপ আটা
  3. ১চিমটে নুন
  4. ২টেবিল চামচ সাদা তেল
  5. পরিমাণ মতোভাজার জন্য সাদা তেল
  6. তরকারি বানানোর জন্য
  7. ১কাপ ফুলকপি ছোটো করে কুচানো
  8. ১কাপ মটরশুঁটি
  9. ১টা আলু ছোটো করে কুচানো
  10. ১মুঠো ধনেপাতা কুচি
  11. ১/২টেবিল চামচ হলুদ গুঁড়ো
  12. ১/২ টেবিল চামচ লঙ্কা গুঁড়ো
  13. ১/২ টেবিল চামচ রোস্টেড জিরে গুঁড়ো
  14. ১/৪ টেবিল চামচ গরম মশলা গুঁড়ো
  15. স্বাদ অনুযায়ীনুন ও চিনি
  16. ১টেবিল চামচ সর্ষের তেল
  17. ১টেবিল চামচ গ্রেট করা আদা
  18. পরিমাণ মতো টমেটো সস ও চাট মশলা

রান্নার নির্দেশ সমূহ

৪০ মিনিট
  1. 1

    প্রথমে আটা তে নুন ও তেল ময়েম দিয়ে একটু একটু করে জল দিয়ে একটা ডো বানিয়ে ১৫ মিনিট ঢাকা দিয়ে রাখতে হবে।

  2. 2

    এবার কড়াইতে ১ টেবিল চামচ সরষে তেল গরম করে ওর গ্রেট করা আদা দিয়ে একটু ভেজে নিয়ে ওর মধ্যে ফুলকপি মটরশুঁটি ও আলু দিয়ে ২-৩ মিনিট ভেজে ওর মধ্যে সব গুঁড়ো মশলা, নুন দিয়ে আরও কয়েক মিনিট ভেজে একদম অল্প জল দিয়ে ঢাকা দিয়ে রাখতে হবে ঐ গুলো সিদ্ধ হবার জন্য।

  3. 3

    সবজি গুলো সিদ্ধ হয়ে গেলে ওর মধ্যে ধনেপাতা কুচি,গরম মশলা গুঁড়ো ও সামান্য চিনি দিয়ে ১মিনিটের মতো নাড়াচাড়া করে নামিয়ে নিতে হবে।

  4. 4

    এবার ঐ ডো থেকে লেচি কেটে রুটির মতো বেলে তাওয়া গরম করে দু পিঠ ভালোভাবে সেঁকে তেল দিয়ে ভেজে নিতে হবে।

  5. 5

    এবার একটা রুটি নিয়ে ওর তরকারি টা দিয়ে উপর থেকে টমেটো সস ও চাটমশলা ছড়িয়ে গোল করে মুড়ে নিলেই তৈরি।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
Cook Today
Jyoti Santra
Jyoti Santra @Jyoti1996
Antisara, Hooghly

Similar Recipes