এগ চিকেন রোল (egg chicken roll recipe in bengali)

Suranya Lahiri Das
Suranya Lahiri Das @cook_25623034

#GA4
#week21
এই সপ্তাহের ধাঁধা থেকে আমি রোল বেছে নিয়ে এগ চিকেন রোলের রেসিপি শেয়ার করছি।রোলের ভেতরে চিকেনের টুকরো ছাড়াও কিছু সবজি দিয়েছি,এই ভাবে রোল বানিয়ে খেলে ভীষণ ভালো লাগে খেতে।

এগ চিকেন রোল (egg chicken roll recipe in bengali)

#GA4
#week21
এই সপ্তাহের ধাঁধা থেকে আমি রোল বেছে নিয়ে এগ চিকেন রোলের রেসিপি শেয়ার করছি।রোলের ভেতরে চিকেনের টুকরো ছাড়াও কিছু সবজি দিয়েছি,এই ভাবে রোল বানিয়ে খেলে ভীষণ ভালো লাগে খেতে।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
শেয়ার

উপকরণ

৩০ মিনিট
৪ জন
  1. ২ কাপ ময়দা
  2. ৪ টা ডিম
  3. ১/২ কাপ চিকেন কিমা বা ছোট টুকরো করে কাটা চিকেন পিস।
  4. ৩ টা বড় পেঁয়াজ কুচি
  5. ২ টা টমেটো কুচি
  6. ১ টা ছোট ক্যাপ্সিকাম টুকরো করে কাটা
  7. ৫-৬ টা কাঁচালঙ্কা কুচি
  8. ১/২ কাপ বাঁধাকপি কুচি
  9. ১/২ কাপ গাজর কুচি
  10. ১ টেবিল চামচ আদা ও রসুন বাটা
  11. ১ চা চামচ কাঁচালঙ্কা বাটা
  12. ১ চা চামচ সোয়া সস
  13. ৪ টেবিল চামচ টমেটো সস
  14. ১ চা চামচ গোলমরিচের গুঁড়ো
  15. ১/২ কাপ শসা কুচি
  16. স্বাদ অনুযায়ী লবণ
  17. পরিমাণ মতো সাদা তেল

রান্নার নির্দেশ সমূহ

৩০ মিনিট
  1. 1

    ময়দার সাথে পরিমাণ মতো লবণ,চিনি আর সাদা তেল দিয়ে ভালো ভাবে ময়াম দিয়ে মেখে ৩০ মিনিট রেখে দিতে হবে।

  2. 2

    প্যানে পরিমাণ বুঝে তেল গরম করে, চিকেনের টুকরো গুলো পেঁয়াজ ও টমেটো কুচি, আদা, রসুন বাটা, কাঁচালঙ্কা বাটা, হলুদ গুড়ো, স্বাদ অনুযায়ী লবণ দিয়ে ভালো ভাবে কষিয়ে নিতে হবে।

  3. 3

    গাজর,ক্যাপ্সিকাম,বাঁধাকপি, টমেটো, কাচালঙ্কা কুচি,পেঁয়াজ কুচি সব সবজি গুলো স্বাদ মতো লবণ দিয়ে হালকা ভেজে ওর সাথে সোয়া সস মিশিয়ে নামিয়ে নিতে হবে।

  4. 4

    এখন ময়দা মাখা থেকে লেচি কেটে, পাতলা রুটির মতো বেলে দুই পাশে হালকা সেঁকে নিতে হবে সব রুটি গুলো।

  5. 5

    এখন ডিমের মধ্যে এক চিমটি লবণ দিয়ে ভালো ভাবে ফেটিয়ে, তাওয়ার ওপর ১ চা চামচ সাদা তেল গরম করে ওর মধ্যে ডিম দিয়ে ওর ওপর সেঁকা রুটি দিয়ে ভালো ভাবে দুপাশ ভেজে নিতে হবে।

  6. 6

    এখন এই রুটির ওপর মাংস আর সবজির পুর দিয়ে ওর ওপর টমেটো সস,গোলমরিচের গুড়ো, কাচা পেঁয়াজ কুচি ও শসা কুচি দিয়ে, রোলের আকারে বানিয়ে নীচে কাগজ লাগিয়ে দিলেই তৈরি এগ চিকেন রোল।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
Cook Today
Suranya Lahiri Das
Suranya Lahiri Das @cook_25623034

মন্তব্যগুলি

Similar Recipes