চিলি গার্লিক কলিফ্লাওয়ার(Chilli garlic cauliflower recipe In Bengali)

Anupama Paul
Anupama Paul @cook_021992
serampore

#GA4
#Week24
শীতকাল মানেই সবার বাড়িতে ফুলকপির নানান ধরনের পদ রান্না হয়ে থাকা। আমার তৈরী এই চটপটা চিলি গার্লিক এর রেসিপি ছোট থেকে বড়ো সবার পচ্ছন্দ হবে।

চিলি গার্লিক কলিফ্লাওয়ার(Chilli garlic cauliflower recipe In Bengali)

#GA4
#Week24
শীতকাল মানেই সবার বাড়িতে ফুলকপির নানান ধরনের পদ রান্না হয়ে থাকা। আমার তৈরী এই চটপটা চিলি গার্লিক এর রেসিপি ছোট থেকে বড়ো সবার পচ্ছন্দ হবে।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
শেয়ার

উপকরণ

২০ মিনিট
৪-৫ জন
  1. ১টা ছোট ফুলকপি
  2. ১/২ চা চামচ রসুন বাটা
  3. ১ টেবিল চামচ রসুন কুচি
  4. ১ চা চামচ রসুন পাতা কুচি
  5. ৪ টে গোটা চেঁরা কাঁচালঙ্কা
  6. ১ চা চামচ নুন
  7. ১ চা চামচ মরিচ গুঁড়ো
  8. ২ টেবিল চামচ চিলি গার্লিক সস
  9. ১ টেবিল চামচ স্যুইট চিলি সস্
  10. ১+১ চা চামচ সয়া সস
  11. ১/২ কাপ ময়দা
  12. ১/৪ কাপ কর্ণফ্লাওয়ার
  13. ১.৫ চা চামচ সাদা তেল
  14. ১/৪কাপ জল ব্যাটার তৈরী করার জন্য
  15. পরিমাণ মতফুলকপি ভাজার জন্য সাদা তেল
  16. প্রয়োজন অনুযায়ীফুলকপি ভাপানোর জন্য জল

রান্নার নির্দেশ সমূহ

২০ মিনিট
  1. 1

    ফুলকপি ছোট টুকরো করে কেটে নুন দিয়ে ভাপিয়ে জল ঝরিয়ে রাখতে হবে।

  2. 2

    ফুলকপি ঠাণ্ডা হলে ওর সাথে সয়া সস্,রসুন বাটা,মরিচ গুঁড়ো এবং সাদা তেল দিয়ে ম্যারিনেট করে রাখতে হবে ১৫ মিনিট।

  3. 3

    এরপর ময়দা,কর্ণফ্লাওয়ার জল দিয়ে ঘন ব্যাটার বানিয়ে ম্যারিনেট করা ফুলকপি ওর মধ্যে দিয়ে ভালো করে মিশিয়ে তেলে ভেজে তুলে রাখতে হবে।

  4. 4

    এরপর কড়াইতে তেল দিয়ে রসুন কুচি দিয়ে একটু ব্রাউন করে ভেজে ওর মধ্যে গোটা চেরা কাঁচালঙ্কা,সয়া সস্,চিলি গার্লিক সস্,সুইট চিলি সস্ দিয়ে ৩-৪ মিনিট কসতে হবে।

  5. 5

    এরপর ভেজে রাখা ফুলকপি এবং রসুন পাতা কুঁচি দিয়ে ভালো করে মিশিয়ে দিলেই তৈরী চিলি গার্লিক কলিফ্লাওয়ার।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
Cook Today
Anupama Paul
Anupama Paul @cook_021992
serampore

মন্তব্যগুলি

Similar Recipes