এগ চিলি(Egg chilli recipe in Bengali)

Jharna Shaoo
Jharna Shaoo @jharnashaoo_01

#GA4
#Week13
এবারের ধাঁধা থেকে 'চিলি' ক্লু বেছে নিয়েছি। এই এগ চিলি ছোট বড়ো সকলেই পছন্দের।

এগ চিলি(Egg chilli recipe in Bengali)

#GA4
#Week13
এবারের ধাঁধা থেকে 'চিলি' ক্লু বেছে নিয়েছি। এই এগ চিলি ছোট বড়ো সকলেই পছন্দের।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
শেয়ার

উপকরণ

৪০ মিনিট
৫-৬জনের জন্য
  1. ৫টি মুরগির ডিম
  2. ৭-৮টি কাঁচা লঙ্কা
  3. ১ চা চামচ আদা বাটা
  4. ১টি বড়ো পিঁয়াজ ডুমো করে কাটা
  5. ১টি ক্যাপ্সিকাম ডুমো করে কাটা
  6. ১টি টমেটো
  7. ১০- ১২টি রসুন কোয়া কুচি
  8. ১/২ পিঁয়াজ কুচি
  9. ২চা চামচ টমেটো সস্
  10. ১ চা চামচ সয়াসস্
  11. ২চা চামচ রেড চিলি সস্
  12. ৪চা চামচ কর্নফ্লাওয়ার
  13. ৪চা চামচ ময়দা
  14. স্বাদ অনুযায়ীনুন
  15. প্রয়োজন অনুযায়ীসাদা তেল
  16. ৩ চা চামচ গোলমরিচ গুঁড়ো
  17. ২চা চামচ কাশ্মিরী লঙ্কা গুঁড়ো
  18. স্বাদ অনুযায়ীচিনি
  19. ১ চিমটি খাবার সোডা
  20. প্রয়োজন অনুযায়ীধনেপাতা কুচি

রান্নার নির্দেশ সমূহ

৪০ মিনিট
  1. 1

    প্রথমে পাঁচটি ডিম ভালো করে ফেটিয়ে হাপ চামচ নুন, হাপ চামচ গোলমরিচ গুঁড়ো,এক চিমটি খাবার সোডা হাফ চা চামচ লঙ্কা গুঁড়ো ভালো করে গুলে নিয়ে, স্টিলের টিফিন বক্সে তেল লাগিয়ে ঢেলে দিতে হবে।

  2. 2

    এরপর পিঁয়াজ, লঙ্কা ও ক্যাপ্সিকাম,টমেটো,রসুন ধনেপাতা কুচি করে নিতে হবে। এক চা চামচ আদা বাটা সমস্ত সরঞ্জাম এক জায়গায় করে নিতে হবে।

  3. 3

    এবার গ্যাসে কড়া চাপিয়ে হাপ কাপ জল দিয়ে ডিমের বাটি বসিয়ে দশ মিনিট ঢাকা দিয়ে ভাপে রাখতে হবে। দশ মিনিট পর গ্যাস থেকে বাটি নামিয়ে ঠান্ডা করে পিস করে নিতে হবে।

  4. 4

    এরপর চার চা চামচ ময়দা ও চা চামচ কর্নফ্লাওয়ার একটি বাটিতে নিয়ে,হাপ চা চামচ লঙ্কা গুঁড়ো, নুন ও সামান্য জল দিয়ে ব্যাটার বানাতে হবে।

  5. 5

    এবার গ্যাস জালিয়ে কড়াতে পরিমাণ মতো সাদা তেল গরম করে, ফ্লেম লো করে দু মিনিট ধরে ভাপানো ডিমের পিস গুলি ময়দা ও কর্নফ্লাওয়ারের ব্যাটারে ডুবিয়ে লালচে করে ভেজে তুলে নিতে হবে।

  6. 6

    এরপর ডিম ভাজার তেল একটু কমিয়ে রেখে তাতে রসুন কুচি ভেজে নিতে হবে। এরপর তাতে লঙ্কা কুচি, চৌকো কাটা ক্যাপ্সিকাম, ডুমো কাটা পিঁয়াজ হাল্কা ভেজে টমেটো কুচি,আদা বাটা, কাশ্মীরী লঙ্কা গুঁড়ো দিয়ে নারাচারা করে কষিয়ে নিতে হবে।এবার তাতে দু চা চামচ টমেটো সস্, এক চা চামচ সয়াসস্, দু চামচ রেড চিলিসস্ ও স্বাদ মতো নুন ও চিনি দিয়ে নারাচারা করে ভাজা ডিম দিয়ে এক মিনিট নেড়ে, সামান্য গরম জল,এক চা চামচ কর্নফ্লাওয়ার গোলা ও ধনেপাতা কুচি মিশিয়ে নামিয়ে ফেলতে হবে।

  7. 7

    এবার তৈরি এগ চিলি । রাইস, রুটি, পরোটা বা নান দিয়ে এই রেসিপিটি দারুণ লাগে।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
Cook Today
Jharna Shaoo
Jharna Shaoo @jharnashaoo_01
আমি রান্না করতে ভালবাসি, নিত্য নতুন রান্না কুকপ্যাড থেকে শিখে বানানোর চেষ্টা করি।
আরও পড়ুন

Similar Recipes